ভারতে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী গায়ক ধর্মেন্দ্র পান্ডে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হিন্দুদেরকে অস্ত্র হাতে তুলে নিতে বলেছে। উত্তরপ্রদেশের ইটওয়াতে বিজেপি নেতাদের উপস্থিতিতে এক জনসমাবেশে এমন বক্তব্য দেয় সে।
উক্ত সমাবেশের ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ধর্মেন্দ্র পান্ডে হিন্দু নারী-পুরুষদেরকে অস্ত্র কাছে রাখতে, অস্ত্র ধার দিয়ে রাখতে বলছে; যেন নরেন্দ্র মোদি যখন ভারতকে ‘হিন্দুরাষ্ট্র’ ঘোষণা করবে, তখন যারা এর বিরোধিতা করবে তাদেরকে হত্যা করতে পারে হিন্দুরা।
সমাবেশটিতে উত্তরপ্রদেশের সাবেক মন্ত্রী বিজেপি নেতা সাতিশ দ্বভেদীকে মঞ্চে উপবিষ্ট দেখা যায়। তার উপস্থিতিতেই হিন্দুত্ববাদী গায়ক ধর্মেন্দ্র এমন বক্তব্য দিয়েছে।
संदर्भित वीडियो का संज्ञान लिया गया। वीडियो पुराना होना प्रतीत हो रहा है। सम्पूर्ण वीडियो की जांच की जा रही है। आयोजक व उक्त वक्ता के विरुद्ध नियमानुसार वैधानिक कार्यवाही प्रचलित की गई।
— SiddharthnagarPolice (@siddharthnagpol) October 3, 202
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারতের হিন্দুত্ববাদী পুলিশ এটিকে অনেক পুরাতন বলে ঘটনাকে হালকা করতে চেষ্টা করে। অথচ ভিডিওতে সমাবেশের ব্যানারে দেখা যায়, সমাবেশটি ২০২২ সালের ৫ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছে।