ভারতের কর্ণাটকের বিদারে অবস্থিত মাহমুদ গাওয়ান মাদরাসাতে হিন্দুদের দশমী অনুষ্ঠানের দিন অনুপ্রবেশ করেছে মুশরিক হিন্দুরা। এসময় তারা বিভিন্ন হিন্দুত্ববাদী স্লোগান দেয় এবং পূজা করে। তাদের নয় জনের বিরুদ্ধে মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
এনডিটিভির সূত্রে জানা যায়, ইসলামি সংগঠনগুলো বলেছে যদি আগামীকালের (৭ই অক্টোবর) মধ্যে কাউকে গ্রেফতার করা না হয়, তবে তারা শুক্রবার জুমুআর নামাজের পর বিক্ষোভ করবেন।
পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে হিন্দুরা মাদরাসার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর মাদরাসার সিঁড়িতে দাঁড়িয়ে তারা ‘জয় শ্রী রাম’, ‘হিন্দু ধর্ম জয় হোক’ ইত্যাদি স্লোগান দেয়।
Location: Bidar, Karnataka
Extremists sneaked into Madrasa of Mahmud Gawan, a 550 years old iconic monument, where they raised slogans and held Hindu prayers.
It was put by UNESCO on a list to become world heritage site in 2014. pic.twitter.com/IhxeZR7CZG
— HindutvaWatch (@HindutvaWatchIn) October 6, 2022
ভারতের একটি প্রাচীন স্থাপত্য নিদর্শন এবং ইসলামি জ্ঞানকেন্দ্র এই মাহমুদ গাওয়ান মাদরাসা। ৫৫০ বছর আগে ১৪৭২ সালে নির্মিত হয়েছিল মাদরাসাটি। ইউনেস্কো ২০১৪ সালে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।
বিভিন্ন সময় দেখা যায়, ইহুদিরা ফিলিস্তিনে মুসলিমদের মসজিদগুলোতে প্রবেশ করে গান-বাজনা, স্লোগান দিয়ে থাকে। এখন ভারতে মুশরিক হিন্দুরা ইহুদিদের মতো একই নীতি অবলম্বন করছে। গত আগস্টেও মুসলিমদের হুবালির ঈদগাহ মাঠে গণেশ চতুর্থি অনুষ্ঠান করেছে মুশরিক হিন্দুরা।
ভারতের মুসলিমদের কাসে অনুরোধ একটাই এই সকল জুলুম নির্যাতন তখনি বন্দ হবে যখন আমরা নববী মানহাজের অনুশরন করবো