ভারতে প্রাচীন মাদরাসায় হিন্দুদের অনুপ্রবেশ, হিন্দুত্ববাদী স্লোগান

1
798

ভারতের কর্ণাটকের বিদারে অবস্থিত মাহমুদ গাওয়ান মাদরাসাতে হিন্দুদের দশমী অনুষ্ঠানের দিন অনুপ্রবেশ করেছে মুশরিক হিন্দুরা। এসময় তারা বিভিন্ন হিন্দুত্ববাদী স্লোগান দেয় এবং পূজা করে। তাদের নয় জনের বিরুদ্ধে মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এনডিটিভির সূত্রে জানা যায়, ইসলামি সংগঠনগুলো বলেছে যদি আগামীকালের (৭ই অক্টোবর) মধ্যে কাউকে গ্রেফতার করা না হয়, তবে তারা শুক্রবার জুমুআর নামাজের পর বিক্ষোভ করবেন।

পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে হিন্দুরা মাদরাসার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর মাদরাসার সিঁড়িতে দাঁড়িয়ে তারা ‘জয় শ্রী রাম’, ‘হিন্দু ধর্ম জয় হোক’ ইত্যাদি স্লোগান দেয়।

ভারতের একটি প্রাচীন স্থাপত্য নিদর্শন এবং ইসলামি জ্ঞানকেন্দ্র এই মাহমুদ গাওয়ান মাদরাসা। ৫৫০ বছর আগে ১৪৭২ সালে নির্মিত হয়েছিল মাদরাসাটি। ইউনেস্কো ২০১৪ সালে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।

বিভিন্ন সময় দেখা যায়, ইহুদিরা ফিলিস্তিনে মুসলিমদের মসজিদগুলোতে প্রবেশ করে গান-বাজনা, স্লোগান দিয়ে থাকে। এখন ভারতে মুশরিক হিন্দুরা ইহুদিদের মতো একই নীতি অবলম্বন করছে। গত আগস্টেও মুসলিমদের হুবালির ঈদগাহ মাঠে গণেশ চতুর্থি অনুষ্ঠান করেছে মুশরিক হিন্দুরা।

১টি মন্তব্য

Leave a Reply to abu abdullah প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকসাই মোদীর গুজরাটে নয়জন মুসলিমকে জনসম্মুখে বেত্রাঘাত: উগ্র হিন্দু জনতার উল্লাস
পরবর্তী নিবন্ধআশ-শাবাবের হামলায় কুপকাত ইথিওপিয়া: হতাহত ৩০৮ এর বেশি শত্রুসেনা