বিজেপি নেতা এবং প্রাক্তন উগ্র বিধায়ক সঙ্গীত সোম গত বুধবার (৫ অক্টোবর) ইউপির মিরাটের খেদা গ্রামে বিজয়া দশমীতে রাজপুত উত্তর সভা আয়োজিত আয়ুধ পূজা (অস্ত্রের পূজা)অনুষ্ঠানে হিন্দুদের অস্ত্র তুলে নিতে বলেছে।
সে আরো বলেছে, মুসলমানদের সংখ্যা যেভাবে বাড়ছে, এসবের অবসান ঘটাতে ভবিষ্যতে ক্ষমতার পাশাপাশি অস্ত্রেরও প্রয়োজন হবে। আয়ুধ পূজা (অস্ত্রের পূজা)অনুষ্ঠানে সে হিন্দুদের আবারো অস্ত্র তুলে নিতে বলেছে।
উগ্র সোম ২০১৩ সালের মুজাফফরনগর মুসলিম গণহত্যার অন্যতম আসামী। কিন্তু হিন্দুত্ববাদী বিজেপি নেতা হওয়ায় তার কোন বিচার হয়নি, আর হওয়ার সম্ভাবনাও নেই। তাই সে নতুন করে মুসলিম গণহত্যার মাঠ প্রস্তুত করছে।
আরেক হিন্দুত্ববাদী গায়ক ধর্মেন্দ্র পান্ডে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হিন্দুদেরকে অস্ত্র হাতে তুলে নিতে বলেছে। উত্তরপ্রদেশের ইটওয়াতে বিজেপি নেতাদের উপস্থিতিতে এক জনসমাবেশে এমন বক্তব্য দেয় সে।
উক্ত সমাবেশের ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ধর্মেন্দ্র পান্ডে হিন্দু নারী-পুরুষদেরকে অস্ত্র কাছে রাখতে, অস্ত্র ধার দিয়ে রাখতে বলছে; যেন নরেন্দ্র মোদি যখন ভারতকে ‘হিন্দুরাষ্ট্র’ ঘোষণা করবে, তখন যারা এর বিরোধিতা করবে তাদেরকে হত্যা করতে পারে হিন্দুরা।
সমাবেশটিতে উত্তরপ্রদেশের সাবেক মন্ত্রী বিজেপি নেতা সাতিশ দ্বভেদীকে মঞ্চে উপবিষ্ট দেখা যায়। তার উপস্থিতিতেই হিন্দুত্ববাদী গায়ক ধর্মেন্দ্র এমন বক্তব্য দিয়েছে।
উল্লেখ্য,হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা হিন্দুদের মাঝে অস্ত্রের ব্যাপকতা বাড়াতে অস্ত্রের পূজার ব্যাপারে অনেক গুরুত্ব দিচ্ছে।
গত বুধবার (৫ অক্টোবর) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)প্রধান মোহন ভাগবত নাগপুর মহারাষ্ট্র রাজ্যে তলোয়ার ও অত্যাধুনিক অস্ত্র পূজার উদ্বোধন করেছে।
দূঃখজনক বিষয় হলো, যে সময় হিন্দু সন্ত্রাসীরা মুসলিমদের খুন করতে অস্ত্রের মজুদ বাড়াচ্ছে, সে সময় মুসলিমরা নিজেদের মাঝে ছোটখাটো বিষয় নিয়ে মতানৈক্যে লিপ্ত।
তথ্যসূত্র:
——–
1. ‘Weapons Will Be Needed in Future’: BJP Leader Sangeet Som Issues Call to Arms (The Wire)
– https://tinyurl.com/2h3whs5m
– https://tinyurl.com/3fmftdva
– https://tinyurl.com/y6zhykyw
2. On Wednesday (Oct 5) Mohan Bhagwat, the Chief of the Hindu supremacist group Rashtriya Swayamsewak Sangh (RSS), worships swords and guns in Nagpur, Maharashtra state.
– https://tinyurl.com/bdfmhejn
3. অস্ত্র মিছিল ভিডিও:
– https://tinyurl.com/2p9cjkcf
4. An open call for taking up weapons. This Hindutva singer Dharmendra Pandey called for Hindus to take up weapons and get ready for what he termed as ‘Hindu Rasthra’.
– https://tinyurl.com/2p8bx8fe