ইউপিতে উগ্র হিন্দুদের পিটুনিতে এক মুসলিম খুন, অপরজন গুরুতর আহত

উসামা মাহমুদ

0
614

গত সোমবার ১০ অক্টোবর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার খুলদাবাদ এলাকায় একজন ৩২ বছর বয়সী মুসলিম জনাব জহির খানকে পিটিয়ে খুন করে উগ্র হিন্দুরা। অন্য এক মুসলিম ইউসুফ খান (৩০) প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন।

উগ্র হিন্দুরা দাবি করছে যে, তাদের উপরে নাকি ডাকাত সন্দেহে এমন বর্বর কায়দায় আক্রমন চালিয়েছে। অথচ হতাহত উভয় খানই প্রয়াগরাজের কারেলি এলাকারই বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার সকালে খুলদাবাদের বাবা মার্কেট লেনে দুই ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আহত ব্যক্তিদের মধ্যে একজন হাসপাতালে যাওয়ার পথেই মারা যায়।

আর জনাব ইউসুফ খান পায়ে ও হাতে গুরুতর জখম হয়েছেন। “তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা খুবই আশংকাজনক। জনাব জহির খানের ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, মৃত্যুর আগে অধিক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনার দিন পাশে থাকা সিসি টিভির একটি ভিডিওতে উগ্র হিন্দুদেরকে লাঠি দিয়ে ঐ মুসলিম ব্যক্তিদের মারতে দেখা গেছে।

জনাব জহির খান ও জনাব ইউসুফ খানের আত্মীয়রা এখন খুলদাবাদ ক্রসিংয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন।

তবে হতাহত ব্যাক্তিরা যেহেতু মুসলিম, তাই ন্যায়বিচার পাওয়ার কোন সম্ভাবনা নাই; কেননা মুসলিম নিধনের ক্ষেত্রে হিন্দুরা জড়িত থাকলে তাদের সুস্থু বিচার হওয়ার কোন সাম্প্রতিক বা দুরবরতি উদাহরণ হিন্দুত্ববসাদি ভারতে নেই। ইতিপুর্বে যে সকল মুসলিমকে হিন্দুরা হতাহত করেছে, তাদের কারোই কোন বিচার হয়নি।



 

তথ্যসূত্র:
——–
1. UP: Muslim man lynched, another Muslim seriously injured as mob attacks them
https://tinyurl.com/msv7wujm
https://tinyurl.com/33wvnuz9
2. vedeo link:
https://tinyurl.com/wj2ny2us
https://tinyurl.com/yc5us2bt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরাকানে সন্ত্রাসীদের হামলায় দুই রোহিঙ্গা মুসলিম নিহত
পরবর্তী নিবন্ধকর্ণাটকে উগ্র আদিত্যনাথের বুলডোজার প্রদর্শনীর নেপথ্যে কী?