হায়দ্রাবাদের কুতুব শাহী মসজিদের সীমানা ভেঙে উগ্র হিন্দুদের মূর্তি স্থাপন

উসামা মাহমুদ

0
646

ভারতের হায়দ্রাবাদে মালকাম চেরুভু এলাকায় উগ্র হিন্দুরা কুতুব শাহী মসজিদের সীমানার গেট ভেঙ্গে জোর করে একটি মূর্তি স্থাপন করেছে। তারপর হিন্দুত্ববাদী পুলিশ প্রশাসনের পাহারায় সেখানে পূজা করা হয়। এ নিয়ে এলাকার মুসলিমদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

গত ১৬ অক্টোবর, রোববার সকালে মসজিদের সীমানার মধ্যে একদল হিন্দুকে প্রতিমা স্থাপন ও পূজা করতে দেখেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। তারা সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ও ওয়াকফ বোর্ডের কর্মকর্তাদের খবর দেন।

“সীমানায় ক্ষয়ক্ষতির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন। মসজিদের পেছনের অংশের সীমানাটি একদল উগ্র হিন্দু ভেঙ্গে ফেলে এবং পূজার অনুষ্ঠান করে। আমরা ওয়াকফ বোর্ড এবং রাজস্ব বিভাগের কাছে জমি রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাই,” বলেছেন মসজিদ কমিটির সভাপতি আমানুল্লাহ খান।

অযোদ্ধার ঐতিহাসিক বাবরী মসজিদেও একই কায়দায় রামের মূর্তি রেখে প্রথমে বিতর্ক তৈরী করেছিল হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। শেষ পর্যন্ত ১৯৯২ সালে উগ্র হিন্দুরা বাবরী মসজিদকে শহিদ করে দিয়েছিল।


তথ্যসূত্র:

——

1.हैदराबाद में हिंदू चरमपंथी भीड़ ने कुतुब शाही मस्जिद की सीमा को किया क्षतिग्रस्त, जबरन स्थापित की मूर्ति

 –https://tinyurl.com/4wacwzdd

  1. video link: https://tinyurl.com/4wacwzdd

3.Tension prevailed at #QutbShahiMosque near #MalkamCheruvu area under #Raidurgam police station limits after unidentified #trespassers had allegedly damaged the boundary and forcibly installed an idol.

https://tinyurl.com/48zbfjmk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || তুর্কি প্রশিক্ষণ শিবিরে আশ-শাবাবের দুর্দান্ত অভিযানের পরের দৃশ্য
পরবর্তী নিবন্ধপর্নো ভিডিওতে সয়লাব ব্রাউজার , দালাল সরকারের অবহেলা