হিন্দুত্ববাদী ভারতের সাথে যৌথ অস্ত্র উৎপাদন চুক্তি সংযুক্ত আরব আমিরাতের

1
559

হিন্দুত্ববাদী ভারতের সাথে যৌথ অস্ত্র উৎপাদন চুক্তি করেছে গাদ্দার সংযুক্ত আরব আমিরাত। গত ২২ অক্টোবর গুজরাটের গান্ধী নগরে “ডিফেক্সপো-২০২২” এর প্রদর্শনীর সময় এই চুক্তি স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাতের ক্যারাকল এবং হিন্দুত্ববাদী ভারতের আইকম কোম্পানী।

চুক্তি অনুযায়ী হিন্দুত্ববাদী সেনাবাহিনীর জন্য “লাইট আর্মস” (হালকা অস্ত্র) তৈরী করবে এই দুই কোম্পানী। এছাড়াও আন্তর্জাতিক বাজারে হিন্দুত্ববাদী ভারতের বিকাশ ঘটাতেও কাজ করবে ক্যারাকল। সন্ত্রাসী মোদির “মেইড ইন ইন্ডিয়া” উদ্যোগের অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষর করেছে দেশ দুটি।

হিন্দুত্ববাদীরা পুরো ভারতে বিশেষ করে কাশ্মীরে উপর্যুপরি নির্যাতনের মাত্রা বাড়িয়ে চলেছে। দখলদার সেনাবাহিনী প্রতিদিনই কোন না কোন নিরীহ কাশ্মীরী মুসলিমকে বিনা কারণে খুন করছে।

সমস্ত ভারতেই আজ মুসলিমরা নির্যাতিত হচ্ছে, বিনা কারণে হিন্দুদের হাতে খুন হচ্ছে। এমন পরিস্থিতিতে এই হিন্দুত্ববাদীদের সাথে আরব আমিরাত অস্ত্র তৈরির চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি শুধু ভারতের মুসলিমদের সাথে নয় বরং পুরো মুসলিম উম্মাহের সাথেই বিশ্বাসঘাতকতার নামান্তর।

কাশ্মীরে স্বাধীনতাকামী আন্দোলন শুরু হবার পর থেকে বিগত ৩০ বছরে প্রায় ১ লাখেরও বেশি মুসলিমকে খুন করেছে দখলদার হিন্দুত্ববাদী সেনাবাহিনী। এছাড়াও ধর্ষণ করেছে ১১ হাজারেরও বেশি মুসলিম নারীকে।

২০১৯ সালের ৫ই আগস্ট কাশ্মীরের স্বায়ত্বশাসন কেঁড়ে নেবার পর সেখানকার অবস্থা আরও করুণ পর্যায়ে নেমেছে। ইন্টারনেট, চিকিৎসা, খাদ্য, সাংবাদিকতা, ইত্যাদি সকল সেক্টরেই কাশ্মীরীদের উওর পূর্ণ নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে দখলদাররা।

কাশ্মীরের মুসলিমরা যখন হিন্দুত্ববাদী সেনাবাহিনীদের বিপক্ষে নিজেদের স্বাধীনতার জন্য জীবন-মরণ লড়াইয়ে লিপ্ত, ঠিক তখনই হিন্দুত্ববাদীদের সাথে অস্ত্র উৎপাদন চুক্তি করেছে গাদ্দার আরব আমিরাত।

শুধু তাই নয়, ইয়েমেনও মুজাহিদদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই গাদ্দাররা। বিশ্বের বিভিন্ন জায়গায় আজ এই গাদ্দার আরব আমিরাতের হাত মুসলিমদের রক্তে রঞ্জিত।


তথ্যসূত্রঃ
1. The UAE sells ‘light weapons’ to the Indian army that are used by occupation forces in Kashmir
https://tinyurl.com/2zyrbj5b
2. ICOMM Signs ‘Make in India’ Partnership with CARACAL at DEFEXPO 2022
https://tinyurl.com/29a37cmy

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে দখলদার ইসরাইলের এক ডজন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধ৩৯ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করছে তালিবান