পশ্চিম আফ্রিকার দেশ টোগোতে ধারাবাহিক হামলা চালাতে শুরু করেছেন আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’। সম্প্রতি প্রতিরোধ যোদ্ধাদের এমনই এক হামলায় অন্তত ৪ টোগোলিজ সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রমতে, আজ ৩ জানুয়ারি মঙ্গলবার সকালে টোগোলিজ সেনাবাহিনীর একটি কমপ্লেক্সে অ্যামবুস (বোমা বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ) হামলার ঘটনা ঘটেছে। এতে সামরিক বাহিনীর অন্তত ৩ সৈন্য নিহত এবং অন্য ১ সৈন্য গুরুতর আহত হয়েছে।
সূত্রমতে, আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) উক্ত অ্যামবুস হামলাটি চালিয়েছেন। যা দেশটির সাভানেস রাজ্যের কেপেন্ডজাল এলাকায় অবস্থিত সামরিক কমপ্লেক্স লক্ষ্য করে চালানো হয়েছে।
মালি ও বুরকিনা ফাসোর পর পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশগুলোতেও ইসলাম ও মুসলিমের শত্রুদেরকে টার্গেটে পরিণত করছেন মুজাহিদগণ। এভাবে তারা গোটা পশ্চিমআফ্রিকা অঞ্চল থেকেই ফ্রান্স ও তার সহযোগী অন্যান্য ক্রুসেদার ও গাদ্দারদের নির্মূল করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ্।