জায়নবাদী আগ্রাসন || একদিনে ৪ ফিলিস্তিনিকে খুন; অব্যাহত রয়েছে বাড়িঘর ধ্বংস ও গ্রেফতার অভিযান

ইউসুফ আল-হাসান

0
483

বছরের শুরু থেকেই আগ্রাসী ভূমিকা নিয়েছে দখলদার ইসরাইল। প্রতিদিনই কাউকে না কাউকে গুলি করে খুন করছে ইহুদি বাহিনী। এরই ধারাবাহিকতায় পশ্চিম তীরে একই দিনে ৩ ফিলিস্তিনিকে খুন করে তারা। এ হত্যাকাণ্ডের ঘটনায় নতুন বছর শুরু হতে না হতেই ১২ ফিলিস্তিনি নিহত হয় দখলদার বাহিনীর গুলিতে।

গত ১৪ জানুয়ারি ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে এ ঘটনা ঘটে। গত কয়েকদিন আগে আরও এক ফিলিস্তিনি যুবক ইহুদি সেনার গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, গতকাল তিনিও নিহত হন। অর্থাৎ দখলদার বাহিনীর হামলায় একই দিনে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যম সূত্রে জানা যায়, এসব হত্যাকাণ্ডের সবগুলোই ফিলিস্তিনের পশ্চিম তীরে সংঘটিত হয়। দখলদার সেনাবাহিনী রাত ও দিনের অভিযানে এসকল ফিলিস্তিনি মুসলিমদের নির্মমভাবে গুলি করে খুন করে।

অন্যদিকে জেরুজালেমে বেশ কয়েকটি বহুতল ভবন সম্পূর্ন ধ্বংস করে দেয় ইসরাইলি বাহিনী। এ সময় ফিলিস্তিনি নারীরা তাদের বাড়িঘর রক্ষার্থে ছুটে গেলে বর্বর ইসরাইলি বাহিনী মুসলিম নারীদের শারীরিকভাবে নির্যাতন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় নাপাক ইহুদি সেনারা একজন মুসলিম যুবতীকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে জাপটে ধরেছে। অন্য নারীরা যুবতীকে রক্ষা করতে গেলে তাদেরকেও শারীরিক নির্যাতন করে দখলদার বাহিনী। এখানেই শেষ নয়, এরপর মুসলিম যুবতীকে গ্রেফতার করে নিয়ে যায় দখলদার বাহিনী।

এসব নির্যাতনের পাশাপাশি পশ্চিম তীরে গ্রেফফার অভিযানও চলছে অব্যাহতভাবে। প্রতিদিন রাতেই এসব অভিযান চালাচ্ছে ইহুদি সেনারা। আর অভিযানে সব সময় ভয়ে তটস্থ থাকেন ফিলিস্তিনি পরিবারগুলো। কেননা অভিযানের সময় ফিলিস্তিনি পিতা-মাতার চোখের সামনেই গুলি করে হত্যা করছে দখলদার বাহিনী। কিন্তু ফিলিস্তিনি পিতা-মাতাকে কোন কিছুই করার থাকে না।

আর এভাবে নিজেদের দখলদারিত্ব বৃদ্ধি অব্যাহত রেখেছে ইসরাইল। কিন্তু কথিত বিশ্বসম্প্রদায় এ ব্যাপারে একদম চুপ! আর গোটা মুসলিম বিশ্বও ফিলিস্তিন ইস্যুতে কোন কথা বলছে না। ফলস্বরুপ দখলদার ইসরাইল দিনকে দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।



 

তথ্যসূত্র:
——–
1. Within only two weeks into the new year, lsrael has killed 12 Palestinians
https://tinyurl.com/yue358wp
2. lsraeli occupation forces detain a Palestinian female from Hebron yesterday after demolishing her house and assaulting her earlier
https://tinyurl.com/msn9utdp
3. lsraeli occupation forces invade al-Jalazone camp in a large-scale raid during which they shot a Palestinian and detained a few others
https://tinyurl.com/52972nt6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে বিএসএফের সন্ত্রাস: বাংলাদেশে অনুপ্রবেশ করে বৃদ্ধাকে মারধর ও যুবককে গুলি
পরবর্তী নিবন্ধমুসলিম ছাত্রীকে ধর্মান্তরিত করতে বজরং কর্মীর হয়রানিঃ মুসলিমদের বেলায় হিন্দুত্ববাদীদের দ্বিমুখীতা