উগ্র হিন্দুত্ববাদী নেতার দাম্ভিক স্বীকারোক্তি: ‘মুহাম্মদ ফাসিলকে আমরাই হত্যা করেছি’

উসামা মাহমুদ

0
573

কর্ণাটকে ভিএইচপির উগ্র হিন্দু নেতা শরণ পাম্পওয়েল প্রকাশ্যে স্বীকারোক্তি দিয়েছে, আমাদের কর্মীরা মুহাম্মদ ফাসিলকে খুন করেছে। গত ২৯ জানুয়ারি রবিবার, কর্ণাটকের তুমাকুরুর উল্লালে ভিএইচপি-র শৌর্য যাত্রা সমাবেশে সুরথকলে মুহাম্মদ ফাজিলকে খুন করার কখা স্বীকার করেছে শরণ পাম্পওয়েল।

উল্লালে ভিএইচপি-র শৌর্য যাত্রাকে সম্বোধন করে সে বলেছে, “হিন্দুরা গুজরাটে তাদের শক্তি দেখিয়েছে এবং এটি কোনও গণহত্যা নয়, প্রতিশোধ। প্রয়োজনে আবারও গুজরাটের মত শক্তি দেখাতে প্রস্তুত বজরং দল।” “গুজরাটে হিন্দুরা কেউ হাত বেঁধে ঘরে বসে থাকেনি। তারা সবাই রাস্তায় নেমে এসেছিল। তারা মুসলিমদের প্রতিটি ঘরে ঢুকেছে। ঊনপঞ্চাশ জন করসেবক নিহত হলেও প্রতিশোধ হিসেবে কতজন মুসলিমকে মারা হয়েছে তার হিসাব এখনও পাওয়া যায়নি। অনুমান করা হয় প্রায় ২,০০০ নিহত হয়েছে। এটা হিন্দুদের সাহসিকতা।”

উল্লেখ্য, সুরথকলের কাটিপাল্লার মঙ্গলাপেটের বাসিন্দা, মোহাম্মদ ফাসিলকে ২৮ জুলাই ২০২২ সালে সুরথকলের একটি দোকানের সামনে প্রকাশ্য দিবালোকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা খুন করেছিল।

সেই ২৩ বছর বয়সী মুসলিম যুবকের হত্যার কথা উল্লেখ করে, পাম্পওয়েল বলেছে, “বিজেপির নেতা প্রবীণ নেত্তারু হত্যার প্রতিশোধ নিতে সুরথকালে আমাদের কর্মীরা মোহাম্মদ ফাসিল হত্যা করেছিল। হত্যাকাণ্ডটা বিচ্ছিন্ন জায়গায় নয়, একেবারে খোলা বাজারে। আপনারা যারা হত্যার ভিডিওটা দেখেছেন তারা জানেন কতটা নৃশংসভাবে তাকে মারা হয়েছে। এটা হিন্দু যুবকদের শক্তি।”

অথচ, নেত্তারু হত্যার সাথে মোহম্মদ ফাসিলের কোন ধরণের যোগ সূত্রও ছিল। শুধু মাত্র মুসলিম হওয়ায় প্রতিশোধ পরায়ণ হয়ে হিন্দুরা তাকে খুন করেছে।

মোহম্মদ ফাসিল হত্যার অর্ধ বছরের বেশি সময় অতিবাহিত হলেও হিন্দুত্ববাদী পুলিশ অপরাধীদের বিচারের আওতায় আনেনি।

ভিএইচপি নেতা শরণ পাম্পওয়েলের স্বীকারোক্তির পর মোহম্মদ ফাসিলের বাবা উমর ফারুক ছেলে হত্যার বিচার পাওয়ার আশায় এ নেতাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে অনুরোধ করেছে। ৩০ জানুয়ারী সোমবার ম্যাঙ্গালুরুতে পুলিশ কমিশনারের কাছে জমা দেওয়া একটি স্মারকলিপিতে ফারুক বলেছেন, “শরণ পাম্পওয়েলের কাছে আমার ছেলের মৃত্যুর বিষয়ে আরও তথ্য রয়েছে। তাই অবিলম্বে তাকে গ্রেফতার করা উচিত।”



তথ্যসূত্র:
——–
1. We killed Fazil to avenge Nettaru’s death, says VHP leader ( The Indian Express )
https://tinyurl.com/y7cs83zy
2. Mangaluru: Murdered Muslim youth’s father files complaint after VHP leader’s controversial speech ( News9Live )
https://tinyurl.com/2p8bm3nh
3. Karnataka VHP Leader Defends Gujarat Riots, Murder of Surathkal Muslim Youth ( The Quint )
https://tinyurl.com/2yy2zavu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহযরত ওমর ফারুক রাযি. এর রাতের টহল
পরবর্তী নিবন্ধনিরপরাধ কাশ্মীরি যুবককে ৪ বছরের কারাদণ্ড দিলো দখলদার ভারত