সম্প্রতি ইয়েমেনের আবইয়ানে ২টি পৃথক হামলা চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। এতে আরব আমিরাতের ভাড়াটে মিলিশিয়া বাহিনীর অন্তত ১৩ সৈন্য হতাহত হয়েছে।
আল-মালাহিম মিডিয়া সূত্র জানায়, জামা’আত আনসারুশ শরিয়াহ্’র মুজাহিদগণ গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ইয়েমেনের আবইয়ান রাজ্যে উক্ত দু’টি অতর্কিত হামলা চালিয়েছেন। মুজাহিদগণ তাদের প্রথম হামলাটি চালান আবইয়ানের আল-বাকিরা এলাকায়। আরব আমিরাত সমর্থিত মিলিশিয়া বাহিনীর একটি বহরে পরপর দুটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে হামলাটি চালানো হয়। একটি বিস্ফোরণ ঘটানো হয় মিলিশিয়াদের বহনকারী একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে, অন্যটি চালানো মিলিশিয়াদের পদাতিক দল লক্ষ্য করে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আল-বাকিনায় মুজাহিদদের পরিচালিত এই হামলায় আরব আমিরাত-সমর্থিত ট্রানজিশনাল কাউন্সিল বাহিনীর অন্তত ২ সৈন্য নিহত এবং আরও ৭ সৈন্য আহত হয়েছে। সেই সাথে অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলার একদিন পর গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার মুজাহিদগণ তাদের তৃতীয় সফল হামলাটি চালান আবইয়ানের ওমরান উপত্যকায়। এলাকাটিতে মুজাহিদগণ আরব আমিরাত সমর্থিত বাহিনীর একটি টহলরত দলকে টার্গেট করে পরপর দুটি বোমা হামলা চালান। এতে মিলিশিয়াদের ২টি মোটরসাইকেল ধ্বংস হয়ে যায় এবং আরোহী ৪ মিলিশিয়া হতাহত হয়।