ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী মৌলভী ইয়াকুব মুজাহিদ বলেছেন, নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী যেকোনো সময় এবং যেকোনো পরিস্থিতিতে বিশুদ্ধ শরিয়াহ্ ব্যবস্থা কার্যকর করতে এবং এর জনগণকে সুরক্ষা দিতে প্রস্তুত।
গত ২২ মার্চ, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্পেশাল ফোর্স কমান্ডের ৪৮৫ জন মুজাহিদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার অনেক উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মৌলভী ইয়াকুব মুজাহিদ জনগণকে আশ্বস্ত করে বলেন, ‘আমি জনগণকে বলছি যে, ইমারাতে ইসলামিয়ার এই বিশেষ বাহিনী আপনার জীবন, সম্পত্তি এবং সম্মান রক্ষা করছে। আমরা কাউকে আপনার সুখ হরণ করতে দেব না। যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা জনগণকে রক্ষা করব। সেই সাথে আমরা প্রতিটি বাধা এবং সমস্যার কার্যকর সমাধান দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’
সদ্য স্নাতক হওয়া মুজাহিদদের প্রচেষ্টার প্রশংসা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এই পথে আপনার ক্লান্তি এবং দুর্ভোগ একটি মহান উদ্দেশ্যে। আর তা হচ্ছে আমাদের প্রিয় এই ভূমিতে বিশুদ্ধ শরিয়াহ ব্যবস্থা কার্যকর করা। পাশাপাশি যারা এই ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা।’
প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ‘আমরা আফগানিস্তানের সীমান্ত, অভ্যন্তরীণ ব্যবস্থা ও স্বদেশ রক্ষার জন্য দিনরাত এক করব।’
স্পেশাল ফোর্সের উপ-অধিনায়ক মৌলভী মুখতার আহমেদ ওমরীও (হাফিযাহুল্লাহ) এই স্নাতক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘ইসলামী ব্যবস্থা এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা ভবিষ্যতে আরও শক্তিশালী হবো ও শক্তিশালী বাহিনীকে প্রশিক্ষণ দেব।’