ক্ষমতায় ফিরে আসলে কর্ণাটকের সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্যটির বিজেপি এমএলএ বসানগৌদা পাটিল ইয়াতনাল। শাহপুরের শিবাজি উদ্যানের কাছে আয়োজিত ‘শিবচরিত্রী’ শিল্পকর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছে সে।
পাটিল ইয়াতনাল বলেছে, ‘আসামে যেমন মাদ্রাসাগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা যদি ক্ষমতায় ফিরে আসি, আমরাও তাই করব। কর্ণাটক রাজ্যের সব মাদ্রাসা বন্ধ করে দিব।’
এদিকে, একই অনুষ্ঠানের উপলক্ষে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও ঘোষণা দিয়েছে, আসাম রাজ্যের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে।
আসামের মুসলিম অধিবাসীদের বাংলাদেশী অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করে, এই বিজেপি মন্ত্রী আরও বলেছে, ‘বাংলাদেশ থেকে লোকজন আসামে এসে আমাদের সভ্যতা ও সংস্কৃতির জন্য হুমকি সৃষ্টি করে। ইতিমধ্যে ৬০০ মাদ্রাসা বন্ধ করে দিয়েছি। আমি সব মাদ্রাসা বন্ধ করতে চাই কারণ আমরা মাদ্রাসা চাই না। আমরা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় চাই।’
উল্লেখ্য, ইতিপূর্বেও আসামে বেশকিছু মাদ্রাসা ভেঙ্গে ফেলার ভিডিও ও ফুটেজ প্রকাশ হয়েছিল।
বেলগাভির শিবাজি মহারাজ গার্ডেন অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আরো বলেছে, কমিউনিস্ট ইতিহাসবিদরা লিখেছে যে সমগ্র দেশ আওরঙ্গজেবের হাতে ছিল। কিন্তু শিবাজি মহারাজ ছিল আওরঙ্গজেবের চেয়ে শতগুণ বেশি শক্তিশালী।
মুসলিম শাসকদের অবদান ও শাসনকে তাচ্ছিল্য করে সে আরও বলেছে, যে ঐতিহাসিক বলে এদেশের ইতিহাস বাবর ও আওরঙ্গজেবের ইতিহাস, তা মিথ্যা। প্রকৃতপক্ষে, শিবাজি, স্বামী বিবেকানন্দ এবং গুরু গোবিন্দ সিং হচ্ছে ভারতের ইতিহাস।
হেমন্ত শর্মা আরও দাবি করেছে, ‘ভারত একটি প্রাচীন হিন্দু দেশ। যতদিন সূর্য ও চন্দ্র থাকবে, ততদিন এটি একটি হিন্দু দেশ থাকবে। সনাতন ধর্মের কারণে সরকার এখন শক্তিশালী। আমাদের সকলের গর্ব করে বলা উচিত আমরা হিন্দু।’
তথ্যসূত্র:
——–
1. If we come back to power, we will also close all madrasas in the state – Karnataka BJP MLA Basanagouda Patil Yatnal
– https://tinyurl.com/yckbhzj9
2. Have Closed 600 Madrasas in Assam, Intend to Close Them All: Himanta Biswa Sarma (The Wire)
– https://tinyurl.com/yc2bd8zh