ঝাড়খণ্ডের হাজারিবাগের বারহি থানায় পুলিশ হেফাজতে থাকাকালীন মুহম্মদ আশফাক খান নামের এক মুসলিম যুবকের প্রাণ নাশের অভিযোগ উঠেছে। আশফাকের পরিবারের সদস্যরা জানায় যে, চুরির অভিযোগে তাকে সন্দেহবশত আটক করেছিল পুলিশ।
১৮ জুলাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ভিডিওতে আশফাকের এক বন্ধু জানান যে, আগের দিন (১৭ জুলাই) দুপুরে আমাদের মহল্লার পেছনে কিছু লোক দাবি করে যে এক তরুণ তাদের ঘরে চুরি করেছে। আর আমার বন্ধু আশফাক যেহেতু আগে একবার জেলে গিয়েছে, তাই তারা তাকে সন্দেহ করে। তারা এসে আশফাককে টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে এবং প্রচুর মারধর করতে থাকে। এরপর তারা আশফাককে পুলিশের কাছে হস্তান্তর করে। আর প্রশাসন তাকে থানায় ধরে নিয়ে যায়; তার পিতা-মাতাকেও তারা আশফাককে গ্রেফতার করার ব্যাপারে কিছুই জানায়নি। থানায় তাকে রাতভর আটকে রাখা হয়, সেখানে তার সাথে সারারাত কি করা হয়েছে- এব্যপারে কেউ কিছুই জানে না।”
আশফাকের ঐ বন্ধু আরও বলেন, “পরদিন (১৮ জুলাই) সকালে ১১ টার দিকে আমি টিউশন থেকে আসার সময় দেখলাম যে, এলাকার হাসপাতালের কম্পাউন্ডার একটি লাশ আসার খবর জানিয়ে লোকদের লাশটি শনাক্ত করতে বলছে। যখন আমরা ওখানে গেলাম তখন দেখলাম যে পুলিশ-প্রশাসন চলে যাচ্ছে, আর ইতিমধ্যে আশফাককে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে। প্রশাসন তাকে এতো নির্দয়ভাবে মেরেছে যে, তার প্রাণ চলে গেছে।”
আশফাকের বাবা বলেন, “প্রশাসন আমার ছেলেকে মেরে ফেলে রেখে চলে গেছে। এখন আমরা ইনসাফ চাই। যে মেরেছে তার ফাঁসি চাই আমি।”
আশফাক খান তার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন এবং তার আকস্মিক মৃত্যু তাদের বিধ্বস্ত করেছে। শোকের কারণে সঙ্কটজনক অবস্থায় থাকা তার মা অন্যান্য আত্মীয়দেরকে সাথে নিয়ে এখন তাদের প্রিয়জন হারানোর বিচার চাইছেন।
पुलिस हिरासत में एक और मुस्लिम युवक कि मौत का आरोप…
झारखण्ड के हज़ारीबाग में बरही थाने कि पुलिस हिरासत में एक मुस्लिम युवक कि मौत का मामला सामने आया है, मृतक का नाम मोहम्मद अशफ़ाक़ खान है,
अशफ़ाक़ के परिजनों का कहना है कि पुलिस अशफ़ाक़ को किसी घर में हुई चोरी के आरोप में ले गई… pic.twitter.com/W5PdNka7If
— Ashraf Hussain (@AshrafFem) July 18, 2023
আশফাকের মা তার দুঃখ প্রকাশ করে বলেন, আমি বিধ্বস্ত; আমার ছেলে নির্মম মারধরের কারণে তার জীবন হারিয়েছে। আর পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমি সম্পূর্ণভাবে হতাশা এবং অসহায় বোধ করছি।
স্থানীয় পুলিশ অবশ্য বলছে যে, তারা ঘটনার ও সম্পর্কিত বিষয়বস্তুর একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং পুরো প্রক্রিয়া জুড়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে।
তবে মুসলিম নিধনের অধিকাংশ ঘটনাগুলোই কেবল আশ্বাসবাণীর মধ্যে দিয়েই শেষ হয়ে যায়। মুসলিম হত্যার ন্যায়বিচার হওয়ার সাম্প্রতিকতম কোন উদাহরণ হিন্দুত্ববাদী ভারতে দেখা যায় নি।
তথ্যসূত্র:
1. Muslim Youth Allegedly Killed In Police Custody In Jharkhand, Family Demands Justice
– https://tinyurl.com/4a2bzypt
2. Muslim Youth Allegedly Killed in Police Custody in Jharkhand, Family Demands Justice
– https://tinyurl.com/bdfthj2c
3. video link
– https://tinyurl.com/4bnvnx48