আবারো শাবাবের অভিযান, হতাহত ৪১ সেনা

- আলী হাসনাত

0
591

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে শাবাবের পরিচালিত অভিযানে অন্তত ১৪ সেনা নিহত হয়েছে।

স্থানীয় সূত্রমতে, আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ (শাবাব) যোদ্ধারা গত ২৬ আগস্ট শনিবার দুপুরে, সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় জুবা রাজ্যে একটি অতর্কিত সামরিক অভিযান পরিচালনা করছেন। এতে ১৪ সেনা নিহত এবং আরও ২৭ সেনা আহত হয়েছে।

সূত্রমতে, অতর্কিত এই অভিযানটি মার্কিন প্রশিক্ষিত সোমালি স্পেশাল ফোর্সের বিরুদ্ধে চালানো হয়েছিল। অভিযানের সময় তারা রাজ্যটির কিসমায়ো শহরের বিমানবন্দরের কাছে অবস্থান করছিল।

উল্লেখ্য যে, এদিন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন সোমালিয়া জুড়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে আরও ৬টি অভিযান পরিচালনা করছেন। এসব অভিযানে লক্ষ্যবস্তুকৃত শহরগুলো হলো আইল-পুর, আইল-বারদী, বুদবুদ, হদর ও দিনসুর। শাবাবের এই অভিযানগুলোতেও পশ্চিমা সমর্থিত সোমালি বাহিনীর আরও কয়েক ডজন সৈন্য হতাহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআশ-শাবাবের সুইপিং অপারেশনে ২০০ সোমালি সেনা নিহত
পরবর্তী নিবন্ধটানেল বিস্ফোরণে আসাদ বাহিনীর ঘাঁটি উড়িয়ে দিল আনসারুত তাওহীদ