মধ্য প্রদেশের উজ্জেইনে দুই মুসলিম যুবককে পুলিশের উপস্থিতিতেই ব্যাপক মারধর করা হয়েছে। কথিত লাভ জিহাদের অভিযোগ এনে ঐ দুই যুবককে মারধর করে উগ্র হিন্দু জনতা। গত সপ্তাহের সোমবার (২১ আগস্ট) এই ঘটনা ঘটে।
মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে।
ভিডিওতে দেখা যায়, ওয়াসিম ও জুবায়ের নামের ঐ দুই যুবককে নিচে বসিয়ে পেছন থেকে শার্টের কলার টেনে ধরা হয় এবং মারধর করা হয়। উগ্র হিন্দুরা একের পর এক তাদেরকে চর-থাপ্পর মারতে থাকে।
In Ujjain, Madhya Pradesh, two Muslim men were beaten by a mob over allegations of “love jihad”. pic.twitter.com/DLy3eojX7x
— Meer Faisal (@meerfaisal01) August 21, 2023
ভিডিও ধারণকারী তাদেরকে ‘হিন্দু মেয়েদের উত্যক্ত ও ধর্ষণ’ করার অভিযোগে অভিযুক্ত করতে থাকে। এসময় জুবায়ের নামের মুসলিম প্রতিবাদ করে কিছু বলতে থাকলে তার মুখে চর মারতে থাকে আক্রমণকারী হিন্দু যুবকেরা।
তাদেরকে কথিত লাভ জিহাদের অভিযোগেও অভিযুক্ত করতে থাকে হামলাকারীরা।
গোটা ভারতেই এরকম কথিত লাভ জিহাদের অজুহাত তুলে মুসলিমদের মারধর এমনকি হত্যা করার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে। বিশেষ করে হিন্দুত্ববাদী বিজেপি সরকার যেসকল রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে এসকল ঘটনার হার অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি।
তথ্যসূত্র:
1. Mob Thrash 2 Muslim Men In Ujjain Over ‘Love Jihad’
– https://tinyurl.com/3rhmr3y6
– https://tinyurl.com/4yxcnpvn