ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১১ নভেম্বর, ২০২৩

- সাইফুল ইসলাম

0
510

• সন্ত্রাসবাদী ইসরায়েলের ট্যাংকগুলো গাজার আল-শিফা হাসপাতালকে ঘিরে রেখেছে। আতঙ্কে রয়েছেন আল-শিফা হাসপাতালে অবস্থান নেওয়া শরণার্থী ও রোগীরা। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছেন। হাসপাতালের পরিচালক মুহাম্মাদ আবু সালমিয়া বলেছেন, যে কেউ হাসপাতালের প্রাঙ্গণে নড়াচড়া করে, তাকেই হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলী স্নাইপাররা।

• গাজার অন্যান্য হাসপাতালগুলোতেও সন্ত্রাসী ইসরায়েল হামলা চালাচ্ছে। ফিলিস্তিনী রেড ক্রিসেন্টের প্রধান বলেছেন, ইসরায়েল জেনেশুনে হাসপাতালগুলোকে টার্গেট করছে।

• মাহদি প্রসূতি হাসপাতালে হামলা চালিয়ে দুইজন ডাক্তারকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল।

• আল-কুদস হাসপাতালকেও ঘিরে রেখেছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল।

• কথিত আরব-ইসলামি শীর্ষ সম্মেলনে কাপুরুষ আরব দেশগুলোর শাসকরা আবারও নামমাত্র বিবৃতি দিয়েছে। কার্যকর কোনো পদক্ষেপ তারা নেয়নি। তারা গাজায় যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছে। কিন্তু কার কাছে জানিয়েছে? কে যুদ্ধ বন্ধ করবে?

• অতি দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, বাগদাদ, করাচি, বার্লিন এবং ইডেনবার্গে বিশাল মিছিল হয়েছে।

• সন্ত্রাসী ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১১০৭৮ জন, যার মধ্যে শিশু ৪৫০৬ । দখলীকৃত পশ্চিম তীরে নিহতের সংখ্যা ১৮৩ জন। [১০ই নভেম্বর পর্যন্ত]



আগের পর্বগুলো পড়ুন
১। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৫ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/06/65088/
২। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৬ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/07/65100/
৩। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৭ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/08/65118/
৪। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৮ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/09/65137/
৫। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৯ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/10/65155/
৬। ফিলিস্তিনের জিহাদ || আপডেট — ১০ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/11/65167/

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট — ১০ নভেম্বর, ২০২৩
পরবর্তী নিবন্ধভিডিও || স্বনির্ভর আফগানিস্তানের পথে যাত্রা : কুশতেপা খাল প্রকল্প