ফিলিস্তিনের জিহাদ || আপডেট — ১০ নভেম্বর, ২০২৩

- সাইফুল ইসলাম

0
504

• সন্ত্রাসবাদী দখলদার ইসরায়েলী বাহিনী আল-শিফা হাসপাতালের সম্মুখ গেইটে হামলা চালায়। আল-শিফা হাসপাতাল ছিল গাজার সবচেয়ে বড় স্বাস্থ্য কেন্দ্র। এটিতেও গতকাল হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

• ফিলিস্তিনী স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের স্নাইপার সন্ত্রাসীরা হাসপাতালে গুলিবর্ষণও করেছে। সেখানে আশ্রয় নেওয়া উদ্বাস্তু জনগণ এবং রোগীদের মধ্যে ত্রাস সৃষ্টি করেছে সন্ত্রাসী ইসরায়েল।

• আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মাদ আবু সালমিয়া বলেন, হাসপাতালের মেডিকেল স্টাফরা শেষ মুহূর্ত পর্যন্ত রোগীদের পাশে থাকবেন।

• উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালেও যুদ্ধবিমান থেকে ভয়ানক হামলা চালিয়েছে দখলদার সন্ত্রাসবাদী ইসরায়েল।

• ফিলিস্তিনী রেড ক্রিসেন্টের প্রধান বলেছেন, সাধারণ মানুষকে গাজা থেকে বের হতে বাধ্য করতে ইসরায়েল জেনেশুনে হাসপাতালগুলোকে টার্গেট করছে।

• গাজার ৩৬টি হাসপাতালের অর্ধেক এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের তিনভাগের দুই ভাগই অকেজো হয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

• অস্ট্রেলিয়ার মেলবোর্নে জায়োনিস্ট ইসরায়েলপন্থী এবং ফিলিস্তিনপন্থী সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। এক ফিলিস্তিনীর রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনা ঘটনার পর এই সংঘাতের সূত্রপাত হয়।

 • সন্ত্রাসবাদী ইসরায়েল পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম থেকে ৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ১৭৪০ ফিলিস্তিনীকে গ্রেফতার করেছে।

• সন্ত্রাসী ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১১০৭৮ জন, যার মধ্যে শিশু ৪৫০৬ । দখলীকৃত পশ্চিম তীরে নিহতের সংখ্যা ১৮৩ জন।



আগের পর্বগুলো পড়ুন
১। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৫ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/06/65088/
২। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৬ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/07/65100/
৩। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৭ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/08/65118/
৪। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৮ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/09/65137/
৫। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৯ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/10/65155/

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় আরও ২৪৩ জন ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১১ নভেম্বর, ২০২৩