ভারত ইতিমধ্যেই হিন্দু রাষ্ট্র, নতুন করে প্রতিষ্ঠার প্রয়োজন নেই: আরএসএস নেতা হোসাবালে

- মাহমুদ উল্লাহ্‌

0
433

হিন্দুত্ববাদী নেতা-নেত্রী ও ধর্মগুরুরা এতদিন ভারতকে এমন একটি হিন্দু রাষ্ট্র বানানোর কথা বলে আসছে, যেখানে মুসলিমদের কোন অধিকার থাকবে না। এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে বলেছে, সংগঠনটি বিশ্বাস করে যে ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার দরকার নেই, কারণে এটি সর্বদাই হিন্দু রাষ্ট্র ছিল।

পিটিআই সূত্র জানিয়েছে, আরএসএস নেতা হোসবালে গুজরাটের কচ্ছ জেলার ভুজে সংঘের তিন দিনের সর্বভারতীয় কার্যনির্বাহী বোর্ড সভার শেষ দিনে মিডিয়ার সাথে এ কথা বলেছে।
হোসাবালে বলেছে “ভারত ইতিমধ্যেই একটি হিন্দু রাষ্ট্র এবং ভবিষ্যতেও তা থাকবে। ডঃ হেডগেওয়ার (আরএসএস-এর প্রতিষ্ঠাতা) একবার বলেছিল যে, যতদিন এই দেশে একজন হিন্দু থাকবে এই দেশটি হিন্দু জাতি হবে। একটি জাতি হিসেবে ভারত ছিল ভারত আছে এবং ভারত হিন্দু রাষ্ট্রই থাকবে”।

ভারত কবে হিন্দু জাতি হবে- এমন প্রশ্নের জবাবে সে এ কথা বলেছে।

হোসাবালে আরও বলেছে, আরএসএস মিটিং চলাকালীন আমন্ত্রিত সদস্যরা সংগঠনের সম্প্রসারণ পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করেছে। কারণ সংঘ ২০২৫ সালে তার শতবর্ষ উদযাপনের আগে দেশের ৫৯,০৬০ টি মণ্ডলের সবকয়টিতে শাখা খোলার লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে, প্রায় ৩৮,০০০ মণ্ডলে আরএসএস-এর ৯৫,০০০-এরও বেশি শাখা রয়েছে।

উল্লেখ্য, ৫ নভেম্বর বৈঠক শুরুর সময় ভগবত এবং সংঘের অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিল। হোসাবালে জানায়, সারা দেশ থেকে ৩৫৭ আরএসএস নেতা এই বৈঠকে অংশ নিয়েছে।



তথ্যসূত্র:
————-
1. India Is Already Hindu Rashtra, No Need To Establish One: RSS Leader Dattatreya Hosabale ( Outlook )
https://tinyurl.com/vpbmmhts

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইউপিতে পেট্রোল পাম্পে মুসলিম যুবকদের উপর বিজেপি নেতা কর্মীদের হামলা
পরবর্তী নিবন্ধইসরায়েলি হামলায় এক পরিবারের ৪১ জন সদস্য নিহত