ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৭ নভেম্বর, ২০২৩

- সাইফুল ইসলাম

0
382

• আরও ১১ ইসরায়েলী বন্দীকে হামাস মুক্তি দেওয়ার পর ইসরায়েলে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে রেড ক্রস। গত শুক্রবার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬৯ ইসরায়েলী ও অন্য বিদেশি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস।

• চতুর্থ ধাপে আরও ৩ জন ফিলিস্তিনী নারী এবং ৩০ শিশুকে মুক্তি দেবে ইসরায়েল।

• ১১ ইসরায়েলী বন্দীর সাথে মুক্তি পেয়েছে ২ জার্মান কিশোর। তাদের মুক্তিতে স্বাগত জানিয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক।

• ইউনিসেফ প্রতিনিধি জেমস এলডার বলেছেন, গাজার ফিলিস্তিনীরা ‘পানি, খাবার এবং শান্তি’-এর আবেদন জানাচ্ছে। এর আগে জেমস এলডার গাজার পরিস্থিতিকে ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করেছিলেন।

• কাতার এবং হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনিরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

• কাতারের এক কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি দুইদিন বৃদ্ধি পাওয়া মানে হলো আরও ২০ ইসরায়েলী বন্দী এবং ৬০ ফিলিস্তিনী বন্দীর মুক্তি পাওয়া।

• এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন আবারও ইসরায়েলে সফরে যাবে। এই সময় সে দখলীকৃত পশ্চিম তীর এবং সংযুক্ত আরব আমিরাতেও সফর করবে।

• যুক্তরাষ্ট্রের ভার্মন্টে তিনজন ফিলিস্তিনী শিক্ষার্থীকে গুলি করেছে সন্ত্রাসবাদীরা। কেবলমাত্র ‘ফিলিস্তিনী হওয়ার জন্যই’ তাদেরকে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবার।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ“হালাল” সার্টিফাইড পণ্যের উপর ইউপি সরকারের নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি লঙ্ঘন করে পশ্চিম তীরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী