যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে অভিযান, গ্রেপ্তার ও হত্যাকাণ্ড চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। সোমবার (২৭ নভেম্বর) পশ্চিম তীরে অভিযান চালিয়ে ৩ জনকে হত্যা ও ১৪ জনকে আহত করেছে ইসরায়েলি সোনাবাহিনী। আর এভাবে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।
যুদ্ধ বিরতি চুক্তির আওতায় চতুর্থ দিনে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে ৩৯ ফিলিস্তিনিকে। কিন্তু এর বিপরীতে গ্রেফতার করা হয়েছে অন্তত ৫৬ ফিলিস্তিনিকে। এছাড়াও পশ্চিম তীরের ইবনে সিনা হাসপাতালসহ চারটি হাসপাতাল ঘেরাও করে তাণ্ডব চালায় বর্বর ইহুদিরা।
আল-জাজিরার তথ্যসূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে শুরু হওয়া চারদিনের যুদ্ধবিরতির মাঝে পশ্চিম তীরে হামলা চালিয়ে ১১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে নিহতের সংখ্যা দাঁড়ালো ২৪২ জনে।
ফিলিস্তিনি কমিশন ফর ডিটেনিস অ্যান্ড এক্স-প্রিজনারস অ্যাফেয়ার্সের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টবরের পর পশ্চিম তীরে ইসরায়েলের হাতে গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনিদের সংখ্যা ৩২০০ তে পৌঁছেছে। ইসরায়েলি কারাগারে মোট বন্দী ফিলিস্তনিদের সংখ্যা এখন ৭ হাজারেরও বেশি। এদের মধ্যে ২০০ জনেরও বেশি শিশু এবং প্রায় ৭৮ জন নারী।
প্রতিবেদনে আরও বলা হয় যে, সাম্প্রতিক গ্রেপ্তার ও আটকের পাশাপাশি ইসরায়েলি বাহিনীর বিস্তৃত অভিযানে বহু বাড়িঘর ধ্বংস করা হয়েছে এবং আটক ও বন্দীদের পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালানো হয়েছে।