ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৯ নভেম্বর, ২০২৩

- সাইফুল ইসলাম

0
167

• বৃহস্পতিবার ভোরে ৩০ ফিলিস্তিনি নারী ও শিশু ইসরায়েলী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর আগে বুধবার সন্ধ্যায় হামাস ১৬ বন্দীকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে আছে ১০ দখলদার ইসরায়েলী পাশাপাশি ৪ জন থাই এবং ২ জন রাশিয়ান-ইসরায়েলী।

• আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৭টায় ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হবে। এখন যুদ্ধবিরতি বৃদ্ধি করা নিয়ে আলোচনা চলছে। আল-জাজিরার সাংবাদিক হাশেম আহেলবাররা জানিয়েছেন, যুদ্ধবিরতি আরও ৪৮-৯৬ ঘণ্টার জন্য বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে।

• গাজার বাসিন্দারা আবারও ইসরায়েলী বোমা হামলার আশংকায় রয়েছেন।

• মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেল ইসরায়েল সফর গিয়েছে। সেখানে সে গাজা থেকে আরও দখলদার ইসরায়েলী বন্দীদের মুক্তির ব্যাপারে আলোচনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

• ইসরায়েলী কারাগার থেকে নিজেদের আপনজনদের মুক্তি পাওয়ায় এতদিন আনন্দ উৎযাপন করছিলেন ফিলিস্তিনিরা। কিন্তু দখলদার ইসরায়েলী বাহিনীর এটা পছন্দ হয়নি। তারা ফিলিস্তিনিদের আনন্দ উৎযাপন করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। ঘরের ভেতরে কিংবা বাইরে, কোনো ধরনের উৎযাপনই করা যাবে না বলে হুমকি দিয়েছে ইসরায়েলী সন্ত্রাসী বাহিনী।

• বন্দী বিনিময়ের ৬ষ্ঠ ধাপে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনী বন্দী রুকাইয়াহ আমরুহ। তিনি বলেছেন, ইসরায়েলী কারাগারে সন্ত্রাসী ইসরায়েলী বাহিনী নারীদেরকে ধর্ষণ করার হুমকি দিচ্ছে।

• বুধবারে সন্ত্রাসী ইসরায়েলী বাহিনী জেনিনে ঠাণ্ডা মাথায় এক ৯ বছর বয়সী ফিলিস্তিনী শিশুকে শহীদ করেছে। একই অভিযানে সন্ত্রাসী বাহিনী ১৫ বছর বয়সী বাসিল সুলেইমান আবুল ওয়াফাকেও হত্যা করেছে।

• পশ্চিম তীরে ৭ই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২৩০ জনকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েলী বাহিনী।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যাবর্তনকৃত শরণার্থীদের সহায়তা প্রদান বিষয়ক আফগান হাই কমিশনের প্রতিবেদন (২৮ নভেম্বর)
পরবর্তী নিবন্ধফিলিস্তিনি মুজাহিদদের প্রতি মুক্তিপ্রাপ্ত এক ইসরায়েলি মায়ের আবেগঘন চিঠি