• লেবাননের বেইরুতে হামাসের উপপ্রধান সালেহ আল-আরুরিকে ড্রোন হামলায় শহীদ করেছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল।
• রেড ক্রিসেন্ট পরিচালিত খান ইউনিসের আল-আমাল হাসপাতালে হামলা চালিয়েছে জায়োনিস্ট বাহিনী। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরুস গেব্রেয়েসুস এই হামলাকে বিবেকবিবর্জিত হামলা বলেছেন।
• গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২১,৮২২ জন ফিলিস্তিনি।
• ২রা জানুয়ারিতে দখলদার জায়োনিস্ট বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
– বিভিন্ন জায়গায় দখলদার বাহিনীর ৬টি মারকাভা ট্যাংক, একটি সামরিক যান এবং একটি এপিসি ধ্বংস করেছেন।
– আল বুরেইজ ক্যাম্পের পূর্বে খুব কাছ থেকে মেশিনগান ও হাতবোমা ব্যবহার করে ৫ দখলদার সৈন্যকে হত্যা করেছেন মুজাহিদগণ।
– খান ইউনিসে দখলদার বাহিনীর সামরিক যান ও সৈন্যদের উপর মর্টার হামলা চালিয়েছেন।
– আল-বুরেইজ ক্যাম্পের উত্তর-পূর্বে দখলদার বাহিনীর সামরিক যান ও সৈন্যদের উপর ভারী মর্টার হামলা চালিয়েছেন।
আল-কুদস ব্রিগেড:
– খান ইউনিসের আল-কারারা এলাকায় দখলদার বাহিনীর অবস্থানে ৬০মিমি মর্টার হামলা চালিয়েছেন।
– আল-বুরেইজ ক্যাম্পের বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর বিরুদ্ধে মেশিনগান ব্যবহার করে যুদ্ধে লিপ্ত হয়েছেন। এতে দখলদার সৈন্যরা হতাহত হয়েছে।
– খান ইউনিসের কেন্দ্রে দখলদার বাহিনীর অবস্থানে ৬০মিমি মর্টার হামলা করেছেন।
– আল-বুরেইজ ক্যাম্পের পূর্বে একটি আরপিজি দিয়ে মারকাভা ট্যাংকে হামলা করেছেন।
– খান ইউনিসের জায়তুন এলাকায় ৬০ মিমি মর্টার দিয়ে দখলদার বাহিনীর অবস্থানে হামলা করেছেন।
মুজাহিদিন ব্রিগেড:
– গাজা শহরের উত্তরপশ্চিমে মর্টার দিয়ে দখলদার বাহিনী ও সামরিক যানের উপর হামলা করেছেন।
আল-আকসা শহীদি ব্রিগেড:
– খান ইউনিসের কেন্দ্রে আরপিজি ও মেশিনগান দিয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন।
– খান ইউনিসের ২টি আরপিজি দিয়ে ২টি সামরিক যানে হামলা করেছেন।
ইয়া আল্লাহ্ ! আপনি মুজাহিদদেরকে নুসরত দেন। আমীন
hamlar video chai !!