মণিপুরে পুলিশের ইউনিফর্ম পরিহিত বন্দুকধারীদের হামলায় ৪ মুসলিম নিহত, ১৪ জন আহত

- মাহমুদ উল্লাহ্‌

0
297

ভারতে মণিপুরে পুলিশের ইউনিফর্ম পরিহিত বন্দুকধারীদের হামলায় ৪ জন মুসলিম নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১৪ জন। সশস্ত্র দুর্বৃত্তরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশের ইউনিফর্ম পরে চারটি গাড়িতে করে এসে গুলি চালায়।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং বর্তমানে তাঁরা মনিপুরের রাজধানী ইম্ফলের রাজ মেডিসিটিতে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মৃতদেহ ইম্ফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত মুসলিমরা হলেন মুহাম্মদ দৌলত, এম. সিরাজউদ্দিন, মোহাম্মদ আজাদ খান এবং মুহাম্মদ হুসেন। হাসপাতালের এক কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

হামলার পর দুষ্কৃতিকারীদের ব্যবহৃত দুটি মারুতি জিপসি গাড়ি বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছে।
এরই মধ্যে আবার সেখানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে, এবং প্রায় প্রতিটি জেলায় ভারতীয় বাহিনীর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।



 

তথ্যসূত্র:

1. 4 killed, 14 injured in Manipur after gunmen in police uniforms attack Muslim area in Thoubal
http://tinyurl.com/4svhx6m4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ার উসমাদলি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আশ-শাবাব
পরবর্তী নিবন্ধমালিতে জেএনআইএমের দুটি ঘাঁটি বিজয়, ১০০ মালিয়ান সেনা নিহত