ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৮ জানুয়ারি, ২০২৪

- সাইফুল ইসলাম

0
301

গাজায় ক্ষুধা, ডিহাইড্রেশন ও রোগব্যাধির মানবিক বিপর্যয় ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মধ্য গাজার এখন পর্যন্ত কর্মক্ষম হাসপাতাল হলো আল-আকসা হাসপাতাল। দেইর আল-বালাহতে অবস্থিত এই হাসপাতালের বাহিরে হাঁটাচলাকারী যেকোনো ফিলিস্তিনির উপরই গুলিবর্ষণ করছে ইসরায়েল।

দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর উচ্চপদস্থ কমান্ডার ওয়িসসাম আল-তাওয়িলকে হত্যা করেছে ইসরায়েল।

সেদরত ও নির আমে রকেট হামলা চালিয়েছে আল-কুদস ব্রিগেড।

জেনিনের কলোনিয়াল সালেম চেকপয়েন্টে শত্রুবাহিনীর উপর গুলিবর্ষণ করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।

নিতজানেই ওজ চেকপয়েন্টে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করে জায়োনিস্ট বাহিনীর উপর হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা। হামলা শেষে তারা নিরাপদে ফিরে এসেছেন ঘাঁটিতে।

দেইর আল-বালাহতে দখলদার বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন উমর আল-কাসিম বাহিনী।

খান ইউনিসে দখলদার বাহিনীর উপর মেশিনগান ও আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন আল-কুদস ব্রিগেড।

আল-বুরেইজ শরণার্থী শিবিরে কাসসাম ঘুল রাইফেল দিয়ে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

সাধারণ মানুষকে গণহত্যার প্রতিবাদে তেলআবিবে রকেট হামলা চালিয়েছে আল-কাসসাম ব্রিগেড।

আল-তুফফাহ এলাকায় দখলদার বাহিনীর ৩টি সামরিক যানে আঘাত হেনেছেন আবু আলি মুস্তফা ব্রিগেডের যোদ্ধারা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে জেএনআইএমের দুটি ঘাঁটি বিজয়, ১০০ মালিয়ান সেনা নিহত
পরবর্তী নিবন্ধমধ্যপ্রদেশে মসজিদ প্রাঙ্গণে সরস্বতীর মূর্তি স্থাপনের চেষ্টা, মসজিদ ধ্বংসের পূর্বাভাস