আফগানিস্তানের বালখ ও কাবুলে ৭৫০ এর অধিক পুলিশ ও সামরিক প্রশিক্ষণার্থীর স্নাতক সম্পন্ন

0
508

ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা দফতর প্রতিনিয়তই সেনা ও পুলিশের সদস্য সংখ্যা বাড়িয়েই চলেছেন।

গত ২ জানুয়ারি আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ৭০৫ জন পুলিশ বালখ প্রদেশের ইসলামিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সফলভাবে তাদের পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক অর্জন করেছে। সেদিন পুলিশ কমান্ডার আলহাজ্ব মোল্লাহ আবদুল জহির মুদাসসার ও স্থানীয় কর্মকর্তাগণের উপস্থিতিতে স্নাতক সমাবর্তন অনুষ্ঠিত হয়।

একই দিনের রিপোর্টে জানা যায়, কাবুলের হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু যৌথ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ইউনিটে আরও প্রায় ৫৬ জন যুবক দুই মাসের প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক হয়েছেন।

স্নাতক অনুষ্ঠানে ইসলামি ইমারতের কর্মকর্তাগণ মুজাহিদদের শরিয়ার মানদন্ড বজায় রেখে উর্ধ্বতন কর্মকর্তাগণের নির্দেশ অনুসরণ এবং আল্লাহর সন্তুষ্টি ও ইসলামিক ব্যবস্থা সুরক্ষায় নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।



 

তথ্যসূত্র:

1. Over 700 police complete training at Islamic Police Training Center in Balkh
http://tinyurl.com/5n8yyksh
2. Over 50 grduate from Hazrat Abdullah Ibn Masoud Joint Military Training Command
http://tinyurl.com/yc58748w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনিদের কঙ্গোয় পাঠানোর পরিকল্পনা চালাচ্ছে ইসরায়েল
পরবর্তী নিবন্ধইসলাম যিন্দা হোতা হ্যায় হার কারবালা কে বাদ!