• দক্ষিণ গাজায় খান ইউনিস ও রাফাহতে বর্বরোচিত হামলা চালাচ্ছে সন্ত্রাসবাদী ইসরায়েল।
• কেবল জানুয়ারি মাসেই এখন পর্যন্ত ৩০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।
• খান ইউনিসের নাসের হাসপাতালের প্লাসটিক সার্জারি এবং বার্ন ইউনিটের প্রধান ডা. আহমেদ আল-মুগরাবি বলেছেন, আমাদের চারদিকেই বোমাবর্ষণ করা হচ্ছে।
• লেবাননের আকাশে উড়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। দক্ষিণ লেবাননে দুইজনকে গুলি করে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল।
• গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১৯০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৩৪০ জন। জায়োনিস্টদের বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৫,২৯৫ জন ফিলিস্তিনি।
• খান ইউনিসে দখলদার বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।
• ২১শে জানুয়ারিতে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া আল-বালাদ এলাকায় দখলদার বাহিনীর একটি মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে আঘাত করেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।
• আল-তুফফাহ এবং আল-দারাজ এলাকায় দখলদার বাহিনীল বহরে মর্টার দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে শত্রুদের মাঝে হতাহতের ঘটনা ঘটেছে।