ফিলিস্তিনের জিহাদ || আপডেট- ২২শে জানুয়ারি, ২০২৪

- সাইফুল ইসলাম

0
198

খান ইউনিসের আল-আমাল হাসপাতাল প্রাঙ্গণে ইসরায়েলের তীব্র বোমা হামলায় গভীরভাবে উদ্বিগ্ন আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি।

একজন হামাস কর্মকর্তা বলেছেন, গাজায় মানবিক অবস্থা খুবই ভয়াবহ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা গাজায় ত্রাণ প্রবেশের অনুমোদন দিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করে।

খান ইউনিসের নাসের হাসপাতালের স্টাফরা জানিয়েছেন, ইসরায়েলি বোমা হামলার তীব্রতায় তারা ভূমির কম্পন অনুভবন করেছেন। নাসের হাসপাতাল গাজার এখন পর্যন্ত টিকে থাকা বৃহত্তম হাসপাতাল। এই হাসপাতালে অভিযান চালানো থেকে জায়োনিস্ট বাহিনীকে বিরত রাখতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।

ইয়েমেনের রাজধানী সানাআতে আবারও বিমান হামলা চালিয়েছে মার্কিন-যুক্তরাজ্য জোট।

এডেন উপসাগরে একটি মার্কিন সামরিক পণ্যবাহী জাহাজে হামলা করার দাবি করেছে হুথিরা। তবে মার্কিন নৌবাহিনী এই দাবি প্রত্যাখ্যান করেছে।

সকল ইসরায়েলি বন্দী ও অনির্দিষ্ট ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস। হামাস বলেছিল, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে চুক্তি হবে না। আর ইসরায়েলি সকল বন্দীর মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি সকল বন্দীকে মুক্তি দিতে হবে।

গাজায় আরও ৩ জায়োনিস্ট সৈন্যের নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলের মতে, মারাত্মকভাবে আহত হয়েছে আরও ২ জায়োনিস্ট সৈন্য।

আল-কাসসাম ব্রিগেড জানিয়েছেন, মুজাহিদগণের তীব্র হামলার ফলে একটি ইসরায়েলি ট্যাংক-কে নিরাপদ স্থানে নিতে পারছিল না জায়োনিস্ট উদ্ধারকারী বাহিনী। এজন্য বিমান থেকে রকেট হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী নিজেরাই নিজেদের ট্যাংক পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এতে ট্যাংকের ভেতরে থাকা জায়োনিস্ট সৈন্যরাও নিশ্চিহ্ন হয়েছে।

২২শে জানুয়ারি গাজাজুড়ে দখলদার ইসরায়েলের ৪টি মারকাভা ট্যাংক এবং একটি সামরিক ডি৯ বুলডোজার ধ্বংস করেছেন মুজাহিদগণ।

খান ইউনিসের পশ্চিমে জায়োনিস্ট বাহিনীর একদল পদাতিক বাহিনীর উপর অ্যান্টি পার্সনেল বিস্ফোরক বিস্ফোরিত করেছেন মুজাহিদগণ।

গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে জায়োনিস্ট বাহিনীর একটি সুরক্ষিত ভবনে টিবিজি দুর্গবিধ্বংসী রকেট হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।

গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে দখলদার বাহিনীর এক সৈন্যকে সরাসরি গুলি করেছেন একজন স্নাইপার মুজাহিদ।

আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা গাজা শহরের জায়তুন এলাকায় দখলদার বাহিনীর সামরিক বহরে মর্টার হামলা চালিয়েছেন।

মধ্য গাজার মাগাঝি ক্যাম্পের পূর্বে একটি বদর-১ ইরাম রকেট দিয়ে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে হামলা চালিয়েছেন আল-কুদস ব্রিগেড।

খান ইউনিসে জায়োনিস্ট বাহিনী ও সামরিক যানে বিভিন্ন যুদ্ধাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছেন।

জাবালিয়া এলাকায় জায়োনিস্ট সামরিক যানের চলাচলের রাস্তা ও সাপ্লাই রুটে আল-কাসসাম ব্রিগেডের সাথে যৌথ মর্টার হামলায় অংশ নিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ২০৯ আল-ফাতাহ সেনাবিভাগে ২০ শয্যার মহিলা ও শিশু হাসপাতাল উদ্বোধন
পরবর্তী নিবন্ধসোমালি বাহিনীর উপর শাবাবের অভিযান: নিহত অন্তত ৯ সেনা