গত ২৬ জানুয়ারী রাজস্থানের মেওয়ার বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে অধ্যায়নরত এক কাশ্মীরি মুসলিম ছাত্রকে ‘মত প্রকাশের অপরাধে’ গ্রেপ্তার করেছে ভারতের হিন্দুত্ববাদী প্রশাসন। উক্ত ছাত্রটির নাম সোহরাব কাইয়ুম। তিনি কাশ্মীরের পুঞ্চ এলাকায় বসবাস করেন।
মূলত মুঘল আমলের ঐতিহ্যবাহী বাবরী মসজিদের জায়গায় বিতর্কিত ‘রাম মন্দিরের’ নির্মাণ নিয়ে সোহরাব কাইয়ুম মন্তব্য করেন। এরই জের ধরে সোহরাবের বিরুদ্ধে রাজস্থানের হিন্দুত্ববাদী প্রশাসন ভারতীয় দণ্ডবিধির ইউ/এস ১৫১, ১৫৩এ, ২৯৫এ এবং ৫০৫ সহ বিভিন্ন ধারায় এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করে।
উক্ত ধারাগুলির মধ্যে কোন একটি গোষ্ঠীর ছত্রভঙ্গ করার আদেশ অমান্য করা, বিভিন্ন সম্প্রদায়ের মাঝে শত্রুতা প্রচার করা, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মাঝে সহিংসতা বা অপরাধ উস্কে দেওয়ার উদ্দেশ্যে বিবৃতি দেওয়া সম্পর্কিত অপরাধসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।
তথ্যসূত্রঃ
1. JK Student Arrested in Rajasthan- http://tinyurl.com/2p9zstjr
2. JK student arrested in Rajasthan for comments on Babri Masjid, Ram temple- http://tinyurl.com/h7tedf8u