গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত ২১৫ ফিলিস্তিনি

- মুহাম্মাদ মহসিন

0
69

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ গড়ালো ১১৫ তম দিনে। এ দিনেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর নৃশংস মুসলিম গণহত্যা। গত ২৪ ঘণ্টায় (২৯ জানুয়ারি) আরও ২১৫ ফিলিস্তিনি মুসলিমকে হামলা চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে একথা জানায় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ২১৫ ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০০ জন মুসলিম। এছাড়া অসংখ্য ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন। আধুনিক ও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য যে, এখন পর্যন্ত সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত মুসলিমদের সংখ্যা দাঁড়ালো ২৬,৭৫১ জনে। আহতদের সংখ্যা প্রায় ৬৫,৬৩৬ জন।



তথ্যসূত্র:
——-
1. Israel’s war on Gaza updates: 215 Palestinians killed in last 24 hours
http://tinyurl.com/22uadyf9
2. Ministry: Israel killed 215 Palestinians in last 24 hours
http://tinyurl.com/2z5w8w2t

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ১০ মাসে ১২২ বিলিয়নের রেকর্ড রপ্তানি আয়
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক আদালতের রায়ের পরে ২ দিনে ৩৭৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল