আফগানিস্তানে ১০ মাসে ১২২ বিলিয়নের রেকর্ড রপ্তানি আয়

- মুহাম্মাদ মহসিন

0
269

আফগানিস্তানে চলতি অর্থবছরের দশ মাসে ১২২ বিলিয়ন আফগানি অর্থমূল্যের রপ্তানি আয়ের রেকর্ড করা হয়েছে। গত ২৮ জানুয়ারি ইমারতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ্য করা হয়, সহজ বাণিজ্যিক শুল্ক ব্যবস্থা, সরকারি কর্মকর্তাদের নিবেদিত প্রচেষ্টা ও দুর্নীতিমুক্ত অবস্থানের ফলে মাত্র দশ মাসে এমন সফলতা অর্জিত হয়েছে।

রপ্তানি আয়ের প্রধান উৎসসমূহের মধ্যে রয়েছে দেশটিতে উৎপাদিত ফল, তুলা, সবজি ও অন্যান্য আরও বেশ কিছু পণ্যদ্রব্য। এই মোট রপ্তানি আয়ের মধ্যে প্রায় ৪৩ বিলিয়ন আফগানি এসেছে ফল থেকে, ১৬ বিলিয়ন আফগানি তুলা থেকে এবং ১৭ বিলিয়ন আফগানি এসেছে সবজি রপ্তানি থেকে।

রপ্তানি পণ্যগুলোর বেশিরভাগেরই গন্তব্য ছিল পাকিস্তান, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত।

উল্লেখ্য, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কাস্টমস কার্যক্রমে দেশি-বিদেশি ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা সৃষ্টির জন্য অল্প সময়ের মধ্যে বাণিজ্যিক পণ্যের ছাড়পত্র প্রদান করছে। এছাড়াও ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব রকম সেবা সহজেই দিয়ে আসছে দেশটি। সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত এই বিষয়গুলো রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে সহায়ক প্রমাণিত হয়েছে।



তথ্যসূত্র:
——
1. Customs Exports Surge in the Initial Ten Months of Fiscal Year 1402
http://tinyurl.com/2p92ucj6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধডলার সংকটে বিপুল বকেয়া বিদ্যুৎ-জ্বালানি খাতে
পরবর্তী নিবন্ধগাজায় গত ২৪ ঘণ্টায় নিহত ২১৫ ফিলিস্তিনি