• উত্তর গাজায় এখন কেবল ৪০ জন সাংবাদিক জীবিত আছেন। তারা অবরুদ্ধ অবস্থায় আছেন। তাদের কাছে খাবার পাঠানোর কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের সাধারণ সম্পাদকমণ্ডলীর শুরুক আল-আসাদ নামে একজন সদস্য।
• ইউরোপিয়ান গাজা হাসপাতালসহ খান ইউনিসের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে জায়োনিস্ট বাহিনী।
• গাজায় বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব রয়েছে।
• ইউএনআরডব্লিউএ-এর ব্যাংক একাউন্ট ব্লক করে দিয়েছে ইসরায়েলি একটি ব্যাংক। এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি পত্রিকা হারেৎজ।
• শনিবার সন্ধ্যা থেকে দখলীকৃত পশ্চিম তীরে অন্তত ১৪জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।
• গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৭,৩৬৫ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত ৬৬,৬৩০ জন।
• ৪ ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
🔻 বিভিন্ন যুদ্ধাঞ্চলে ৩টি জায়োনিস্ট মারকাভা-৩ ট্যাংক, ৩টি মারকাভা-৪ ট্যাংক এবং ১টি সামরিক ডি৯ বুলডোজার ধ্বংস করেছেন।
🔻 গাজা শহরের দক্ষিণপশ্চিমের শিল্পাঞ্চলীয় এলাকায় এক জায়োনিস্ট সৈন্যকে সফলভাবে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।
🔻 গাজা শহরের শিল্পাঞ্চলীয় এলাকায় একটি ভবনে অবস্থান করা জায়োনিস্ট সৈন্যদের উপর একটি দুর্গবিধ্বংসী টিবিজি গোলা দিয়ে হামলা চালিয়েছেন।
🔻 এছাড়া আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা হাফিজাহুল্লাহ বলেছেন,
🔻 গত কিছুদিনে আল-কাসসাম ব্রিগেড ৪৩টি জায়োনিস্ট সামরিক যান পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছেন।
🔻 কাছাকাছি অবস্থান থেকে ১৫ জায়োনিস্ট সৈন্যকে হত্যা করেছেন।
🔻 এক অফিসার ও এক সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।
🔻 ১৭টি বিভিন্ন ধরনের সামরিক অভিযানে বহু শত্রুসৈন্য হতাহত হয়েছে।
🔻 ৪টি জায়োনিস্ট ড্রোন জব্দ করেছেন।
🔻 বিভিন্ন জায়গায় জায়োনিস্ট অবস্থানে মর্টার হামলা করেছেন।
🔻 তেল আবিব ও আশপাশের দখলদার বসতিতে রকেট হামলা চালিয়েছেন।
আল-কুদুস ব্রিগেড:
🔻 খান ইউনিসের পশ্চিমাঞ্চলে এক জায়োনিস্ট বাহিনীকে সুপরিকল্পিত অ্যাম্বুশের ফাঁদে ফেলেছেন। কাছাকাছি অবস্থান থেকে যুদ্ধ করে ২ জায়োনিস্ট সৈন্যকে নিহত করেছেন এবং আরও কতিপয় সৈন্য আহত হয়েছে।
🔻 খান ইউনিসের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন।
আল-আকসা ব্রিগেড:
🔻 খান ইউনিসের পশ্চিমাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর সাথে উপযুক্ত যুদ্ধাস্ত্র এবং মেশিনগান দিয়ে তীব্র লড়াই করেছেন।
🔻 গাজা শহরের পশ্চিমাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র নিয়ে লড়াই করেছেন।
🔻 গাজা শহরের শিল্পাঞ্চলীয় এলাকার উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর সামরিক যান এবং সৈন্য অবস্থানে মর্টার শেল হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনিসের পশ্চিমাঞ্চলে একটি ডি৯ বুলডোজারকে আরপিজি দিয়ে হামলা করেছেন।
উমার আল-কাসিম ব্রিগেড:
🔻 খান ইউনিসের আল-আমাল এলাকায় এবং শহরের কেন্দ্রে জায়োনিস্ট বাহিনীর তীব্র সংঘর্ষে জড়িয়েছেন। এতে কতিপয় শত্রুসেনা হতাহত হয়েছে।
🔻 জায়োনিস্ট বাহিনীর সামরিক যানে ২টি আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।
আল-মুজাহিদিন ব্রিগেড:
🔻 খান ইউনিসের পূর্বাঞ্চলে একদল জায়োনিস্ট সৈন্য ও সামরিক যানে আল-কাসসাম ব্রিগেডের সাথে যৌথভাবে মর্টার হামলা চালিয়েছেন। এতে শত্রুসেনারা হতাহত হয়েছে। একটি জায়োনিস্ট হেলিকপ্টারকে হতাহতদের উদ্ধারে আসতে দেখা গেছে।
🔻 ফাজজাহতে জায়োনিস্ট সামরিক পোস্টে রকেট হামলা চালিয়েছেন। টার্গেটে সরাসরি আঘাত হেনেছে রকেট।
🔻 গাজা শহরে একটি মারকাভা ট্যাংকে ট্যাংক-বিধ্বংসী রকেট দিয়ে হামলা চালিয়েছে ট্যাংকটি ধ্বংস করেছেন।
🔻 গাজার উত্তর-পূর্বাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টার হামলা চালিয়েছেন।
🔻 গাজা শহরের পশ্চিমে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র নিয়ে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন।