গুয়ানতানামো থেকে আফগানিস্তানের শেষ দুই বন্দীও দেশে ফিরেছেন

0
372

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের প্রচেষ্টায় গত ১২ ফ্রেব্রুয়ারি দেশে ফিরেছেন মোল্লা আবদুজ জাহির সাবের এবং আব্দুল করিম নামে দুই আফগানী। তাদেরকে ইমারাতে ইসলামিয়ার জিডিআই সদস্যরা সংবর্ধনা ও নিরাপত্তা দিয়ে বিমানবন্দর থেকে নিয়ে আসেন।

জানা যায়, আফগানিস্তানের লোগার প্রদেশের বাসিন্দা মোল্লা সাবেরকে ২০০২ সালের ১০ মে, আটক করে দখলদার মার্কিন বাহিনী। সে বছরের অক্টোবর পর্যন্ত ৪ মাস বাগরাম কারাগারে তাকে আটক রাখার পর গুয়ানতানামোতে স্থানান্তর করা হয়।

একই বছরের ১৪ আগস্ট, খোস্ত প্রদেশের বাসিন্দা মোল্লা আবদুল করিমকে আটক করে পাকিস্তান সামরিক বাহিনী। সেখানে ২০০৩ সালের জানুয়ারি পর্যন্ত তাকে আটকে রাখার পর, মার্কিন বাহিনীর কাছে তুলে দেয় পাকিস্তান।

এরপর এই দুই ব্যক্তিকে ২০১৭ সাল পর্যন্ত গুয়ানতানামোতে আটকে রাখে মার্কিন বাহিনী। অতপর ২০১৭ সালে, তাদের দুজনকে ওমান প্রশাসনের কাছে হস্তান্তর করে মার্কিন যুক্তরাষ্ট্র। ওমানে দীর্ঘ ৭ বছর ধরে তারা গৃহবন্দি জীবনযাপন করেন।

অবশেষে ২০২১ সালের আগস্টে আবার আফগানিস্তানের ক্ষমতায় আসা ইমারতে ইসলামিয়া সরকারের কর্মকর্তারা, মোল্লা সাবের ও করিমকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন। সেই ধারাবাহিকতায় গত সোমবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান তাঁরা। এসময় তাদেরকে আফগান কর্মকর্তা ও স্থানীয় লোকজন স্বাগত জানান। আর তাঁরাও দীর্ঘ ২২ বছর পর দেশের মাটিতে ফিরে এসে মহান রবের দরবারে সিজদায় লুটিয়ে পড়েন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিজ দলের কর্মীর পায়ের রগ কাটলো ছাত্রলীগ নেতা
পরবর্তী নিবন্ধকুড়িগ্রামে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ