দক্ষিণ সোমালিয়ায় দখলদার উগান্ডান সামরিক বাহিনীর বিরুদ্ধে ২টি পৃথক অপারেশন চালিয়েছেন আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধারা। এতে ১১ উগান্ডান সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের যোদ্ধারা গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার, দক্ষিণ সোমালিয়ার শাবেলি রাজ্যে উক্ত হামলা ২টি চালিয়েছেন। প্রথম হামলাটি চালানো হয় রাজ্যটির শালানবুদ শহরে উগান্ডার একটি সামরিক কনভয় লক্ষ্য করে। সামরিক কনভয়টি যখন “দানো” এলাকা অতিক্রম করছিল, ঠিক তখনই শাবাব যোদ্ধারা একটি শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটান। এতে উগান্ডার ৩ সৈন্য নিহত হয় এবং ১টি সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়।
এই হামলার কয়েক ঘন্টা পর, একই রাজ্যের জালউইন শহরে উগান্ডান বাহিনীকে টার্গেট করে আরও একটি অভিযান চালান শাবাব যোদ্ধারা। অভিযানটি উগান্ডান বাহিনীর একটি সামরিক সরঞ্জাম বুঝাই কনভয় লক্ষ্য করে চালানো হয়। এতে উগান্ডান বাহিনীর ৬ সৈন্য নিহত হয় এবং ২ সৈন্য আহত হয়। এছাড়াও শাবাবের উক্ত অভিযানে উগান্ডান বাহিনীর ২টি সাঁজোয়া যান ধ্বংস হয়।