গত রবিবার (ফেব্রুয়ারী ১৮, ২০২৪) মধ্য গাজা উপত্যকায় বিশেষ করে দেইর আল-বালাহ শহরের বেশ কয়েকটি আবাসিক এলাকা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।
স্থানীয় সূত্র অনুযায়ী,গাজা উপত্যকার কেন্দ্রে অবস্থিত আল বালাহ শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলায় মহিলা সহ বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছে।
ইসরায়েলি যুদ্ধবিমান প্রতিবেশী নুসেইরাত শরণার্থী শিবিরেও বিমান হামলা চালিয়েছে। ফলে সেখানেও অনেক বেসামরিক লোকজন আহত হয়েছে।
এরই মাঝে ইসরায়েলি দখলদার বাহিনী নিকটবর্তী শহর আল-জাওয়াইদাতে হামাদ পরিবারের একটি বাসভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সেখানে তিন ফিলিস্তিনি নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
এছাড়াও, ইসরায়েলি নৌযানগুলি দক্ষিণ গাজা উপত্যকায় অবস্থিত রাফাহ উপকূলের দিকে ব্যাপক গোলাবর্ষণ করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে ২৮,৮৫৮জনের প্রাণহানি হয়েছে এবং আরো ৬৮,৬৭৭ জন আহত হয়েছে।
তথ্যসূত্র:
1. Multiple civilian casualties in Israeli airstrikes on Deir el-Balah
– http://tinyurl.com/2cfd3v6e