ভিডিও || গাজায় জায়োনিস্ট বাহিনীর সাথে আল-কাসসামের সংঘর্ষের নতুন দৃশ্য

0
574

ফিলিস্তিন ভিত্তিক প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেড, গত ৪ মার্চ সোমবার প্রায় দেড় মিনিটের একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে গাজা শহরের দক্ষিণে তাল আল-হাওয়া এলাকায় দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের কয়েকটি হামলার নতুন দৃশ্য ধারণ করা হয়েছে।

ভিডিওর শুরুতেই একজন প্রতিরোধ যোদ্ধাকে সূরা হাশরের ১৩ নাম্বার আয়াতটি দেয়ালে লিখতে দেখা যায়। যার ভাবার্থ হচ্ছে: “নিশ্চয়ই তাদের অন্তরে তোমাদের ভয় আল্লাহ তা’আলা অপেক্ষা অধিকতর। কেননা তারা এক নির্বোধ সম্প্রদায়।”

এরপর প্রতিরোধ যোদ্ধাদের দেখা যায়, তাঁরা অঞ্চলটিতে জায়োনিস্ট বাহিনীর মারকাভা ট্যাংক ও সাঁজোয়া যানগুলোকে একে একে লক্ষ্যবস্তু বানাচ্ছেন। এই হামলাগুলোতে প্রতিরোধ যোদ্ধারা “আল-ইয়াসিন 105” ট্যান্ডেম রকেটের পাশাপাশি DIO HM-14 মর্টার, M61 HE মর্টার এবং RPG-7 লঞ্চার ব্যবহার করছিলেন।

ভিডিও ডাউনলোড করুন:
https://archive.org/details/1_20240305_20240305_1403

ভিডিওটি দেখুন:

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘বরই দিয়ে ইফতার করেন, আঙুর-খেজুর লাগবে কেন’: শিল্পমন্ত্রী
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় শাবাব কর্তৃক ৪ গুপ্তচরের উপর হদ কার্যকর