• মিশরের কায়রোতে ৩ দিন আলোচনার পরও কোনো যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়নি। কোনো সাফল্য ছাড়াই শেষ হয়েছে এই আলোচনা।
• বিশ্ব খাদ্য সংস্থা বলেছে, উত্তর গাজায় তাদের খাদ্য সহায়তা পাঠানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ ওয়াদি গাজার চেকপয়েন্টে সাহায্যবাহী ১৪টি ট্রাককে ফেরত পাঠিয়েছে জায়োনিস্ট ইসরায়েল।
• গাজায় ডিহাইড্রেশন এবং অপুষ্টির কারণে এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন ।
• পশ্চিম তীরে অভিযান চালিয়ে জায়োনিস্ট বাহিনী ২৫ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।
• লোহিত সাগরে ২টি মার্কিন যুদ্ধজাহাজে জাহাজবিধ্বংসী মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুতিরা।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩০,৭১৭।
• জায়োনিস্ট বাহিনীর উপর কেবল আল-কাসসাম ব্রিগেডের হামলায় এখন পর্যন্ত জায়োনিস্ট বাহিনীর তথ্যানুযায়ী, ৫৮৬ জন জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০২১ জনেরও বেশি জায়োনিস্ট সৈন্য। তবে হাসপাতালগুলোর প্রতিবেদন অনুযায়ী, আহত জায়োনিস্ট সৈন্যের সংখ্যা ৬৮০৫ জন।
• গাজার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে স্বল্প দূরত্বের রকেট হামলা হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড এবং মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা।
• গাজা শহরের জায়তুন এলাকার দক্ষিণে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।
• জায়তুন এলাকায় জায়োনিস্ট অবস্থানে মর্টার শেল নিক্ষেপ করেছে নাসের আল কাসেম বাহিনী। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
• খান ইউনিসের আল-বালাদ এলাকায় একটি জায়োনিস্ট সামরিক যানে বি৭ ট্যাংকবিধ্বংসী শেল দিয়ে হামলা চালিয়েছেন নাসের আল-কাসেম বাহিনীর যোদ্ধারা।