১৯ মার্চ, মঙ্গলবার গভীর রাতে গাজা শহরের কুয়েত গোলচত্বরে ত্রাণ বিতরণকারী দলের সমাবেশ লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।ভ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুয়েত গোলচত্বরে ইসরায়েলি হামলায় নিহত ২৩ জনের ও আহতদে প্রায়র সবাই বেসামরিক ফিলিস্তিন।
এছাড়া আরও কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্য গাজার আল নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। শরণার্থী শিবিরে একটি তিনতলা আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচে থেকে আহতদের উদ্ধার করে দেইর আল-বালাহের আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে।
এ নিয়ে গত ৮ অক্টোবর থেকে শুরু করে ১৯ মার্চ পর্যন্ত টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ৩১ হাজার ৮১৯ ফিলিস্তিনি নিহত এবং ৭৩ হাজার ৯৩৪ জন আহত হয়েছেন।
তথ্যসূত্র:
1. 23 Palestinians killed as Israeli airstrike targets aid distribution workers in Gaza City
– https://tinyurl.com/3n8zbm6a