ইসরায়েলি আগ্রাসনের ১৬৬ তম দিনে গাজায় কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত

0
98

ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান নৃশংস ইসরায়েলি আগ্রাসনের ১৬৬ তম দিনে ২০ মার্চ, বুধবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। দখলদার বাহিনীর বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণে কয়েক ডজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

দখলদার বাহিনী গাজা শহরের বেশ কিছু এলাকায়, বিশেষ করে আল-রিমাল পাড়ায় এবং শহরের পশ্চিমে আল-শিফা হাসপাতালের আশেপাশে বোমা হামলা চালিয়েছে। আশেপাশে চলমান দখলদারি বোমা হামলার কারণে আল-রিমাল পাড়ায় প্রচুর পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে ।

গাজা শহরের পশ্চিমে একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বোমা হামলার ফলে ২০ জন নিহত হয়েছে।
শহরের পূর্বে দারাজ পাড়ায় ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে চালানো বোমা হামলায় বেশ কয়েকজন লোক হতাহত হয়েছে।

দখলদার সেনাবাহিনীর আর্টিলারি গাজা শহরের শাওয়া হোসারি টাওয়ারের বিপরীতে মুশতাহা আবাসিক ভবনেও বোমাবর্ষণ করেছে।
ইসরায়েলি দখলদার বাহিনী রোগীদের শিফা মেডিকেল কমপ্লেক্সের বাইরে বের করে দেয় এবং পরে লোকেরা তাদের ব্যাপ্টিস্ট হাসপাতালে নিয়ে যায়।

এদিকে,মধ্য গাজা উপত্যকার নুসেইরাত ক্যাম্পে আল-হাব্বাশ পরিবারের মালিকানাধীন একটি আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধ বিমানের বোমা হামলায় ২৭ জন নিহত হয়েছে।

গাজা উপত্যকার মাঝখানে দেইর আল-বালাহের পূর্বাঞ্চলে ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর যানবাহনগুলি ব্যাপক গুলিবর্ষণ করেছে, এতে বহু বেসামরিক লোক নিহত এবং আহত হয়েছে।


তথ্যসূত্র:
1. Day 166 of Genocide: Dozens of Palestinian civilians killed in ongoing Israeli bombardment in Gaza
https://english.wafa.ps/Pages/Details/142602

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ত্রাণ বিতরণকারী দলের ওপর বিমান হামলায় নিহত ২৩
পরবর্তী নিবন্ধদারসে রমাদান।। দারস-৮।। গীবত।।