• আল-শিফা হাসপাতালের আশপাশের বাড়িতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে জায়োনিস্ট বাহিনী। হামলায় আহতের কাছে অ্যাম্বুলেন্স বা স্বাস্থ্যকর্মীদের পৌঁছাতে দিচ্ছে না জায়োনিস্টরা।
• ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা করতে কায়রোতে আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সভা করেছে মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন।
• গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩১,৯৮৮ জন ফিলিস্তিনি।
• ২১শে মার্চ দখলদার জায়োনিস্ট বাহিনীর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
🔻 খান ইউনিসের উত্তরে কারারা এলাকায় ইয়াসিন ১০৫ দিয়ে একটি জায়োনিস্ট সাঁজোয়া যানে হামলা করা হয়েছে।
🔻 কারারা এলাকায় একটি টানেলের মুখে অনুপ্রবেশকারী জায়োনিস্ট সৈন্যদের উপর বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কতিপয় শত্রুসেনা হতাহত হয়েছে।
🔻 আল-শিফা হাসপাতালের কাছে ২টি মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা করেছেন।
🔻 আল-শিফা হাসপাতালের পূর্বে দুর্গবিধ্বংসী শেল দিয়ে এক ইসরায়েলি স্নাইপারকে সফলভাবে খতম করা হয়েছে।
🔻 আল-শিফা হাসপাতালের আশপাশে ৩টি জায়োনিস্ট ট্যাংক এবং একটি এপিসিতে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।
🔻 আল-শিফা হাসপাতালের কাছে অগ্রসরমান জায়োনিস্ট সৈন্যদের লক্ষ্য করে মর্টারশেল নিক্ষেপ করেছেন মুজাহিদগণ।
আল-কুদুস ব্রিগেড:
🔻 আল-শিফা হাসপাতালের পাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻 গাজা শহরের পশ্চিমে এক আবাসিক ভবনে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট বাহিনী। আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা জায়োনিস্ট সৈন্যদের বিরুদ্ধে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছেন। এসময় এপিসি দিয়ে জায়োনিস্ট সৈন্যদের কতিপয় হতাহত সদস্যেরকে উদ্ধার করতে দেখা যায়।
🔻আল-শিফা হাসপাতালের কাছে একটি জায়োনিস্ট সামরিক যানে আরবিজি শেল দিয়ে হামলা চালিয়েছেন যোদ্ধারা।
🔻 আল-তুর্কি হাসপাতালের কাছে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻 বে’ইরিতে জায়োনিস্ট দখলদারদের উপর হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনিসের কারারা এলাকায় একটি টানেলে প্রবেশ করতে চেষ্টা চালাচ্ছিল জায়োনিস্ট বাহিনী। এসময় টানেলের মুখে বিস্ফোরণ ঘটিয়েছেন যোদ্ধারা। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহতের শিকার হয়।
🔻 খান ইউনিসের পূর্বে জায়োনিস্ট বাহিনীর সাথে পয়েন্ট-ব্ল্যাংক দূরত্ব থেকে মেশিনগান ব্যবহার করে যুদ্ধ করেছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা।
আল-আকসা শহীদি ব্রিগেড:
🔻 আল-শিফা হাসপাতালের কাছে একটি জায়োনিস্ট এপিসিতে আরপিজি দিয়ে হামলা করেছেন।
🔻 আল-শিফা হাসপাতালের কাছে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন যোদ্ধারা।
🔻 আল-শিফা হাসপাতালের কাছে এক আবাসিক ভবনে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট সৈন্যরা। এসময় তাদের সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা। এতে শত্রুসৈন্যরা হতাহতের শিকার হয়েছে।
উমার আল-কাসিম বাহিনী:
🔻 সেন্ট্রাল গভর্নরেটের পূর্বে আবু মুতিবাক সাইটে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।