পাকিস্তান ও ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের চলমান সামরিক সংঘাতের মধ্যেই আগামী মাস থেকে আফগান শরণার্থীদের দেশ থেকে বিতাড়নের দ্বিতীয় ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। গত ১৯ মার্চ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি এক সাক্ষাৎকারে বলেছে, আফগান নাগরিকসহ যে সকল শরণার্থীদের বৈধ নথিপত্র নেই, তাদের অবশ্যই পাকিস্তান ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হবে।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছে, “আফগান নাগরিকসহ যারা এই দেশে অবৈধভাবে বসবাস করছেন, তাদের অবশ্যই পাকিস্তান থেকে বহিষ্কার করা হবে। তার মানে এই নয় যে তারা আর কখনো পাকিস্তানে আসতে পারবেন না। বৈধ নথিপত্র ও ভিসার মাধ্যমে তারা পুনরায় এই দেশে আসতে পারবে।”
পাকিস্তানের পেশোয়ারে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে, আগামী ঈদের পর অবৈধ আফগানদের বিতাড়নের কাজ শুরু করা হবে। নাম প্রকাশ না করার শর্তে ঐ পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছে, “খাইবার পাখতুনখোয়া পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন অবৈধ আফগান বাসিন্দাদের অবস্থান চিহ্নিত করে।”
তবে এর বিপরীতে আফগান অভিবাসীদের সাথে অনুপযুক্ত আচরণের খবরও পাওয়া যাচ্ছে। বেশ কয়েকজন আফগান শরণার্থী জানিয়েছেন, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাদের দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করছে পাক সরকার। ইতিপূর্বেও বৈধ কাগপত্র থাকা অসংখ্য আফগান অভিবাসীকে ফেরত পাঠিয়েছে তারা।
উল্লেখ্য যে, বর্তমানে শত শত আফগান শরণার্থী পর্যাপ্ত নথিপত্রের অভাবে পাকিস্তানের কারাগারে বন্দী রয়েছেন, আর ৫ লাখের মতো আফগান শরণার্থী ইতোমধ্যে আফগানিস্তানে ফিরে যেতে বাধ্য হয়েছে।
তথ্যসূত্র:
1. Pakistan Initiates Second Wave of Afghan Migrant Expulsions
– https://tinyurl.com/4efxa9ed
2. Pakistan to launch fresh Afghan deportations: officials
– https://tinyurl.com/47c5hbd6