ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়েছে। তবে এর পরও সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সময় ২৫ মার্চ, সোমবার সারারাত ইসরায়েলি যুদ্ধবিমানের বোমাবর্ষণে বিধ্বস্ত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের বেশকিছু এলাকা। এতে অন্তত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া খান ইউনিস ও গাজা সিটিতেও ইসরায়েল হামলা চালাচ্ছে।
সারারাত ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে রাফাহ শহরের বেশ কিছু এলাকা। এ হামলায় অন্তত ১৮ জন নিহত হন। এর মধ্যে ৯ জনই ছিল শিশু। পাশের নাসের এলাকাতেও ইসরায়েল বোমা বর্ষণ করেছে এবং এতেও নিহত হয়েছে বেশ কিছু বেসামরিক মানুষ। এছাড়া খান ইউনিস ও গাজা সিটিতেও হামলা চালাচ্ছে দখলদাররা।
এদিকে গাজার আল শিফা হাসপাতালের কাছে বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, পদাতিক বাহিনীকে সহায়তা করতে গাজার ৬০টির বেশি স্থানে বোমারু বিমান বোমা ফেলেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৮১ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছে। সব মিলিয়ে হামলার শুরু থেকে গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৪১৪ জনে।
তথ্যসূত্র:
1. After U.N. Security Council calls for cease-fire, fighting rages on in Gaza
– https://tinyurl.com/yw2epcra
2. Israel and Hamas keep fighting despite U.N. cease-fire demand
– https://tinyurl.com/3re9bdwe