২৭ মার্চ, বুধবার ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে একটি ইসলামিক হেলথ সোসাইটির সাতজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। একটি স্থানীয় সূত্র আনাদোলুকে জানিয়েছে যে, ইসরায়েলি বিমান হামলা হাব্বারিয়েহ শহরের ইসলামিক হেলথ সোসাইটিতে আঘাত হানে, এতে সাতজন স্বাস্থ্যকর্মী নিহত এবং বেশ কিছু বেসামরিক মানুষ আহত হয়। ইসরায়েলি বিমান হামলার সময় ১২ জন স্বাস্থ্যকর্মী সেখানে কাজ করছিলেন।
স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের জন্য শোক প্রকাশ করা হয়েছে এবং ইসরায়েলি বিমান হামলাকে “জঘন্য অপরাধ” হিসাবে উল্লেখ করা হয়েছে। ইসরায়েল হেবিরিয়েহ গ্রামে এই হামলার বিষয়টি স্বীকার করেছে। মঙ্গলবার রাতের ওই হামলায় অন্তত সাত জন নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় লেবাননের আরো দু’টি গ্রামে বোমা-হামলা করেছে ইসরায়েল, তাতে নয়জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এর আগে চলতি মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে লেবাননে বড় ধরণের হামলা চালায় ইসরায়েল। এতে অন্তঃসত্ত্বা নারীসহ ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে চারজনই ছিলেন একই পরিবারের সদস্য। এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত প্রায় ২৫০ জন নিহত হয়েছে।
তথ্যসূত্র:
1. Israeli strike kills 7 paramedics in southern Lebanon
– https://tinyurl.com/5x3t85k7