ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা, নিহত ১৭

0
110

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর আবারও নির্বিচারে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন।

রবিবার (৩১ মার্চ) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এর আগে ওই প্রতিবেদনে তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ১২ বলে জানানো হয়েছিল। পরে তা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল কুয়েত গোলচত্বরে ত্রাণের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ভিড়ে গুলিবর্ষণ করে ইসরায়েলি সেনারা। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকটি চলন্ত ট্রাক থেকে খাবার পেতে চেষ্টা করছিলেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি সেনারা গুলি চালায় এবং এতে বহু লোক হতাহত হন।

উল্লেখ্য যে, ইসরায়েলি বাহিনী গাজার স্কুল, হাসপাতাল, আশ্রয় শিবিরে গণহত্যার চালানোর পর এবার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের টার্গেট করে হামলা চালাচ্ছে। গত জানুয়ারি থেকেই ত্রাণের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত এসব হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন।


তথ্যসূত্র:
——
1. If you’re just joining us
https://tinyurl.com/2s4etcf9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরও কয়েকটি সামরিক যান মেরামত করেছে ইমারতে ইসলামিয়ার সামরিক শাখা
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৩১ মার্চ, ২০২৪