বিগত ছয় মাসে আফগানিস্তানে নিরাপত্তাজনিত কোন দুর্ঘটনা ঘটেনি: আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়

0
225

আফগান পঞ্জিকা অনুযায়ী, গত বছর অর্থাৎ ১৪০২ আফগান বছরে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে নিরাপত্তাজনিত কোন দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ২৮ মার্চ বিগত বছরের ছয় মাসের অর্জন ও কার্যক্রম তুলে ধরে একটি সংবাদ সম্মেলন করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসময় মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ বলেন, ‘গত বছর আফগানিস্তানে নিরাপত্তাজনিত কোন দুর্ঘটনা ঘটেনি।’

তিনি বলেন, গত ৬ মাসে মোট ৮,৭৪৭টি ফৌজদারি মামলা নথিভুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যার মধ্যে ৭ হাজার ২৩৩টি মামলা দ্রুত সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। বাকি ১ হাজার ৫২৫টি মামলা তদন্তাধীন রয়েছে।

তিনি আরও বলেন, গত ৬ মাসে ফৌজদারি অপরাধের জন্য ১২ হাজার ৫৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণ মামলায় গ্রেফতার করা হয়েছে আরও ১৭২ জনকে। উদ্ধার অভিযান চালিয়ে ২১ জন অপহরণকারীকে হত্যা ও ১৮ জন নাগরিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর নিরলস প্রচেষ্টায় দেশটির নিরাপত্তার উন্নয়ন ঘটেছে। এসব পদক্ষেপের প্রতি সম্পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেছে দেশটির জনগণ।


তথ্যসূত্র:
1. Country experienced no security incidents last year
https://tinyurl.com/cct3w969

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত চার শতাধিক ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধইসরায়েলে আরও যুদ্ধবিমান ও বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র