আফগানিস্তানে রাশিয়ার পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত

0
377

আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের সময়ে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছে। দেশটির গণমাধ্যমগুলোর বরাতে জানা যায়, গত সোমবার (০১ এপ্রিল) গজনি প্রদেশের গিরো জেলায় এ ঘটনাটি ঘটেছে।

খবরে বলা হয়, বিকেল বেলা এক দল শিশু সেখানে খেলছিল। এমন সময় পুঁতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঐ নয় শিশু নিহত হয়।

গজনী জেলা পুলিশ জানায়, নিহত শিশুদের মধ্যে পাঁচজন মেয়ে ও চারজন ছেলে। এদের সবার বয়স চার থেকে দশ বছরের মধ্যে।

জানা যায়, আফগানিস্তানে এখনও মাঝে মাঝে পরাজিত দখলদারদের পুঁতে রাখা মাইন ও গোলার কারণে প্রাণহানি ঘটছে। মূলত শিশুরাই এতে নিহত হচ্ছে বেশি।


তথ্যসূত্র:
1. Landmine claims lives of 9 children in Ghazni
https://tinyurl.com/mus2r9tp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে আরও ১,৩৩৮ জন সৈন্যের স্নাতক সম্পন্ন
পরবর্তী নিবন্ধদারসে রমাদান।। দারস-১৯।। সানা ও দোয়া।।