ইসরায়েলে আল-জাজিরা নিষিদ্ধে আইন পাস

0
199

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার বন্ধ করতে আইন পাস করেছে ইসরায়েলের আইনসভা নেসেট (সংসদ)। কয়েক দফা পর্যালোচনার পর গত ১ এপ্রিল আইনটি পাস করেছে দেশটির আইনপ্রণেতারা। পাস হওয়া এই আইনের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন ইসরায়েলে আল-জাজিরার সম্প্রচার বন্ধ করতে পারবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের পর থেকেই পশ্চিমা ও ইসরায়েলি মদদপুষ্ট গণমাধ্যমগুলো মিথ্যা ও প্রোপাগান্ডামূলক প্রচারণা শুরু করে। হামাস ও ফিলিস্তিনিদের সন্ত্রাসী প্রমাণ করতে ও গাজায় ইসরায়েলি আগ্রাসনকে আড়াল করতে উঠে পড়ে লাগে এসব গণমাধ্যম।

এর বিপরীতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সঠিক চিত্র সাহসিকতার সাথে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপ নেয় কাতারভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই লাইভ আপডেট প্রচার করে আসছে সংস্থাটি।
আর এজন্য যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল-বিরোধী পক্ষপাতিত্বের অভিযোগ এনে আল-জাজিরার সম্প্রচার বন্ধ করতে চেয়েছিল ইসরায়েল। এরই ধারাবাহিকতায় এবার আইন পাশ করে আল-জাজিরার সম্প্রচার ও কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে ইসরায়েল।

গত ১২ ফেব্রুয়ারি প্রথম বিল আকারে এটি উত্থাপিত হয়েছিল ইসরায়েলি নেসেটে। চার-পাঁচ দফায় পর্যালোচনার পর গত ১ এপ্রিল ইসরায়েলি আইনপ্রণেতাদের ভোটে বিলটি আইনে পরিণত হয়।

নতুন এই আইন অনুসারে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি কখনও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে আল-জাজিরাকে বন্ধ করে দিতে সুপারিশ করে, তাহলে তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমটির সম্প্রচার ইসরায়েলে বন্ধ করা, আল-জাজিরার ইসরায়েল শাখার কার্যালয় সিলগালা করা এবং সেখানকার সমস্ত মালপত্র বাজেয়াপ্ত করার এখতিয়ার পাবে রাষ্ট্রটির তথ্য মন্ত্রণালয়। শুধু তাই নয়, এ আইনের মাধ্যমে ইসরায়েলে বিদেশি চ্যানেলগুলোও বন্ধ করতে পারবে কর্তৃপক্ষ।

আইনটি পাসের পর ইসরায়েলে আল-জাজিরা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ১ এপ্রিল এক্সে দেওয়া এক পোস্টে সে বলেছে, আল-জাজিরা ইসরায়েলের নিরাপত্তার ক্ষতি করেছে। ৭ অক্টোবরের গণহত্যায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে উসকানি দিয়েছে।

এদিকে আল-জাজিরা জানিয়েছে যে, ‘এই ধরনের অপবাদমূলক অভিযোগ আমাদের সাহসী এবং পেশাদার কাজ চালিয়ে যাওয়া থেকে বিরত করবে না।’


তথ্যসূত্র:
1. Israeli parliament passes law paving the way for Al Jazeera closure
https://tinyurl.com/yckfx294

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ বিদেশি ত্রাণকর্মী নিহত
পরবর্তী নিবন্ধদারসে রমাদান।। দারস-২১।। শোকরগুজার বান্দা হব কীভাবে? ।।