বুরকিনায় জেএনআইএম-এর অভিযানে ৭৩ সেনা নিহত

0
306

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্ব তাপোয়া অঞ্চলের একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট মুজাহিদগণ। এসময় মুজাহিদদের হাতে জান্তা বাহিনীর ২ সেনা বন্দী সহ ৭৩ সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকা সহ স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ বিকেল ৫:১৫ মিনিটের সময়, বুরকিনা ফাসোর তাপোয়া অঞ্চলের উত্তর তাওরি শহরে অভিযানটি চালানো হয়েছে। শহরটিতে অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত এই অভিযানে প্রায় ৩ শতাধিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ যোদ্ধা অংশ নেন। প্রতিরোধ যোদ্ধারা সামরিক ঘাঁটিতে বুরকিনান সেনাবাহিনী ও মিলিশিয়াদের বিরুদ্ধে টানা দেড় ঘন্টা ধরে অভিযান পরিচালনা করেন। এসময় বুরকিনার জান্তা বাহিনী প্রতিরোধ গড়ে তুলার চেষ্টা করেও ব্যর্থ হয়।

ফলশ্রুতিতে, সামরিক ঘাঁটিতে ‘জেএনআইএম’ মুজাহিদদের পরিচালিত উক্ত অভিযানে বুরকিনান সামরিক বাহিনীর ১৬ সৈন্য, ২৫ ভিডিপি এবং ৩২ মিলিশিয়া সদস্য নিহত হয়। আহত হয় আরও অসংখ্য সৈন্য। এছাড়াও মুজাহিদদের হাতে ২ সৈন্য বন্দী হয়, অন্য সৈন্যরা সামরিক ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুসারে, অভিযান শেষে মুজাহিদগণ ঘটনাস্থল থেকে ২টি সামরিক যান, ২টি দুশকা, ২টি পিকা, ৩টি আরপিজি, ৩৫টি কালাশনিকভ সহ অন্যান্য অনেক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেছেন। সেই সাথে মুজাহিদগণ বুরকিনান বাহিনীর একটি সামরিক গাড়ি পুড়িয়ে দিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৪ এপ্রিল, ২০২৪
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে আরও ৯৮৫ জন যুবকের সেনা প্রশিক্ষণ সম্পন্ন