• চুক্তি আলোচনার জন্য কায়রোতে আবারও প্রতিনিধি পাঠাচ্ছে হামাস।
• খান ইউনিসের আল-জানা এলাকায় কয়েকটি অ্যাম্বুশ হামলা চালিয়ে জায়োনিস্ট বাহিনীর ১৪ সৈন্যকে হত্যা করেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। জায়োনিস্ট বাহিনী এখন পর্যন্ত ৪ সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
• দখলীকৃত পশ্চিম তীরের রামাল্লাহতে এক ফিলিস্তিনি যুবকের মাথায় গুলি করে খুন করেছে জায়োনিস্ট বাহিনী।
• রামাল্লাহতে কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের গ্রেফতার করেছে জায়োনিস্ট বাহিনী।
• গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,১৭৫ জন ফিলিস্তিনি।
• তেল আবিবে ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছে দখলদার ইসরায়েলিরা। এসময় একটি গাড়ি তাদের উপর দিয়ে গিয়েছে। এতে অন্তত ৫ দখলদার ইসরায়েলি আহত হয়েছে।
• খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর ৩টি মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড। এরপর তাদের উদ্ধারে আসা আরেকদল জায়োনিস্ট বাহিনীর উপর ৩টি অ্যান্টি পার্সনেল ডিভাইস বিস্ফোরিত করেছেন। এতে ৬ জায়োনিস্ট সৈন্য নিশ্চিতভাবে নিহত হয়েছে। আরও কতিপয় শত্রু সৈন্য আহত বা নিহত হয়েছে।