ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৬ এপ্রিল, ২০২৪

0
140

চুক্তি আলোচনার জন্য কায়রোতে আবারও প্রতিনিধি পাঠাচ্ছে হামাস।

খান ইউনিসের আল-জানা এলাকায় কয়েকটি অ্যাম্বুশ হামলা চালিয়ে জায়োনিস্ট বাহিনীর ১৪ সৈন্যকে হত্যা করেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। জায়োনিস্ট বাহিনী এখন পর্যন্ত ৪ সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে।

দখলীকৃত পশ্চিম তীরের রামাল্লাহতে এক ফিলিস্তিনি যুবকের মাথায় গুলি করে খুন করেছে জায়োনিস্ট বাহিনী।

রামাল্লাহতে কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের গ্রেফতার করেছে জায়োনিস্ট বাহিনী।

গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,১৭৫ জন ফিলিস্তিনি।

তেল আবিবে ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছে দখলদার ইসরায়েলিরা। এসময় একটি গাড়ি তাদের উপর দিয়ে গিয়েছে। এতে অন্তত ৫ দখলদার ইসরায়েলি আহত হয়েছে।

খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর ৩টি মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড। এরপর তাদের উদ্ধারে আসা আরেকদল জায়োনিস্ট বাহিনীর উপর ৩টি অ্যান্টি পার্সনেল ডিভাইস বিস্ফোরিত করেছেন। এতে ৬ জায়োনিস্ট সৈন্য নিশ্চিতভাবে নিহত হয়েছে। আরও কতিপয় শত্রু সৈন্য আহত বা নিহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদারসে রমাদান || দারস-২৩ || দাঈ ইলাল্লাহ হবেন কীভাবে?
পরবর্তী নিবন্ধদারসে রমাদান।। দারস-২৪।। আল্লাহর সাথে আদব বজায় রাখবেন কীভাবে?।।