• ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর বিরুদ্ধে হামাসকে সহযোগিতা করার অভিযোগ আনে ইসরায়েল। এরপর কোনো প্রমাণ ছাড়াই এবং যাচাই-বাছাই না করেই সংস্থাটিতে সহযোগিতা প্রদান বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রসহ দাতা দেশগুলো। এখন একটি নিরপেক্ষ তদন্তে ইসরায়েলের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
• খান ইউনিসের নাসের হাসপাতাল থেকে ইসরায়েলি বাহিনী সেনা প্রত্যাহারের পর এখন পর্যন্ত ২৮৩টি লাশ সেখান থেকে উদ্ধার করা হয়েছে।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,১৫১ জন ফিলিস্তিনি, এর মধ্যে শিশু ১৪,৭৭৮, নারী ৯,৭৫২। মোট আহতের সংখ্যা ৭৭,০৮৪ জন।
• খাবারের অভাবে গাজায় এখন পর্যন্ত ৩০ শিশু মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
• পশ্চিম তীরের হেবরুনের উত্তরে জায়োনিস্ট সৈন্যদের গুলিতে ৬৩ বছর বয়সী এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
• দক্ষিণ লেবাননে একটি গাড়িতে জায়োনিস্ট বাহিনীর ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।
• উত্তর গাজার বেইত হানুনে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• বেইত হানুনে জায়োনিস্ট বাহিনীর একটি ডি৯ সামরিক বুলডোজারে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।
• বেইত হানুনে অনুপ্রবেশকারী একদল জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• নাবলুসে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র গুলিবর্ষণ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• গাজা থেকে চালানো রকেট হামলায় দখলীকৃত সেদরতে একটি জায়োনিস্ট গুদামে আগুন ধরে গেছে।
• সেদরত এবং নিরআমে দখলদারদের উপর রকেট হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।